সখিপুর উপজেলা বিএনপির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেলেন দাড়িয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক কবির হাসান। টাঙ্গাইল জেলা বিএনপি কর্তৃক প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে সখিপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
দীর্ঘদিন ধরে আওয়ামী নির্যাতনের বিরুদ্ধাচরণ, সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি এবং নেতা–কর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখায় সাংগঠনিক বিবেচনায় তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এর আগে গত ২৫ নভেম্বর সখিপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেদ মাস্টার স্বেচ্ছায় তার পদ থেকে পদত্যাগ করেন। তার পদত্যাগপত্র গ্রহণের পর উপজেলা কমিটির গুরুত্বপূর্ণ এই পদটি শূন্য হয়ে পড়ে। শূন্যপদে সাংগঠনিক ধারাবাহিকতা রক্ষায় দায়িত্বশীল ও গ্রহণযোগ্য নেতৃত্ব হিসেবে কবির হাসানকে বেছে নেয় জেলা বিএনপি।
স্থানীয় বিএনপি সূত্রে জানা যায়, দীর্ঘদিনের পরীক্ষিত নেতা কবির হাসান বিভিন্ন আন্দোলন–সংগ্রামে সামনের সারিতে থেকে সখিপুরে বিএনপিকে সুসংগঠিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার দায়িত্বপ্রাপ্তির খবর পেয়ে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে নতুন আশাবাদের সঞ্চার হয়েছে।
দায়িত্ব পাওয়ার পর কবির হাসান বলেন,
“দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা জীবনের সর্বোচ্চ দায়বদ্ধতা দিয়ে পালন করব। সখিপুরের বিএনপি পরিবারের প্রতি আমি কৃতজ্ঞ। দল ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই।”
জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীণ ও সাধারণ সম্পাদক এড. ফারহাদ ইকবাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে দায়িত্বপ্রাপ্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মনে করা হচ্ছে, অভিজ্ঞ ও মাটির মানুষের কাছের নেতা হিসেবে কবির হাসানের দায়িত্বপ্রাপ্তি সখিপুর বিএনপির সাংগঠনিক শক্তিকে আরও বেগবান করবে।