হামলার খবর পেয়ে ছুটে যান ফকিরহাট থানা আমীর মাওলানা এবিএম তৈয়াবুর রহমানের নির্দেশনা ফকিরহাট থানা সেক্রেটারী আবুল আলা মাসুম ভাইয়ের নেতৃত্বে শতশত নেতা কর্মী উপস্থিত হন এসময় উপস্থিত জামায়াতে ইসলামী সদর ইউনিয়নের অর্থ বিষয়ক সম্পাদক হাফেজ আব্দুস সামাদ হাফেজ নাজমুল হুসাইন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাগেরহাট জেলার সহসভাপতি মাস্টার মুস্তাফিজুর রহমান সহ শতশত নেতা কর্মী!!!!!
এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী ফকিরহাট উপজেলা শাখার থানা সেক্রেটারী আবুল আলা মাসুম বলেন দাউদ ভাইয়ের উপর যে সন্ত্রাসী হামলা করেছে সে যদি অনুতপ্ত না হয় তাহলে আমাদের নেতা কর্মী যেখানে পাবে সে খানে তাকে,আইন শৃঙ্খলার বাহিনর হাতে তুলে দেওয়া হবে,, আরো বলেন এধরনের ঘটনা ফকিরহাট থানাতে যদি পুনরাবৃত্তি হয়,, সংগঠন থেকে বড় আকারে পদক্ষেপ গ্রহণ করা হবে।