নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি স্বপ্না আক্তার স্বর্ণালী শাহ এর উপর নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীছাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফ্যাসিষ্টের দোসর আমিনুর রহমান কর্তৃক হামলা ও হেনস্থাকারীদের গ্রেফতারের দাবিতে ডোমার রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে ডোমার উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ডোমার রিপোর্টার্স ইউনিটির সভাপতি জুলফিকার আলী ভুট্টো। বক্তব্য রাখেন, ডোমার প্রেসক্লাব সভাপতি মোজাফফর আলী, সাধারণ সম্পাদক রওশন রশিদ, ডোমার রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি সফিয়ার রহমান রতন, সাংবাদিক গোপাল চন্দ্র রায়, মামুনুর রশীদ রাসেল, শাহিনুর রহমান প্রমূখ। বক্তারা সাংবাদিকের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।