মিরপুর উপজেলার সকল মাংস ব্যবসায়ীদের সঙ্গে উপজেলা প্রশাসন ও ভেটেরিনারি হাসপাতালের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ মার্চ) মিরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এবং প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় মিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহুরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার এস এম মাহমুদুল হকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মিরপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন সহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। উক্ত অনুষ্ঠানে নির্বাহী ম্যাজিস্ট্রেট জহুরুল ইসলাম বলেন, মিরপুর উপজেলার যে কোন স্থানে পশু জবাই করতে হলে অন্তত জবায়ের পূর্বে পশুটিকে স্বাস্থ্য পরীক্ষা করে সার্টিফিকেট নিতে হবে। অন্যথায় তাকে কঠোর আইনের আওতায় আনা হবে।
সে ক্ষেত্রে জেল জরিমানা করা হবে। এ প্রসঙ্গে মিরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহমুদুল হক বলেন, মিরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসারসহ সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং মাংস ব্যবসায়ীদের মতবিনিময় সভাই সিদ্ধান্ত হয় যে, পৌরসভা ও ইউনিয়নগুলোতে প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তা কর্মচারীদের নিকট থেকে প্রতিটি পশু জবাইয়ের পূর্বে সুস্থতার সনদ নিতে হবে। উক্ত সনদ নেওয়ার জন্য উপজেলা সমস্ত মাংস ব্যবসায়ী একমত পোষণ করেন। সে ক্ষেত্রে প্রতিটি সনদ জন্য গরু ও মহিষ প্রতি ১০০ টাকা এবং প্রতিটি ছাগল বা ভেড়া প্রতি ৫০ টাকা প্রদান করবেন বলেও জানান মাংস ব্যবসায়ীরা। সাধারণ মানুষ জন যেন সুস্থ পশুর মাংস কিনতে পারে সেই লক্ষ্যেই মিরপুর উপজেলা প্রশাসন এবং প্রাণিসম্পদ অফিস বদ্ধপরিকর বলে জানান তিনি।