লক্ষ্মীপুরের রামগঞ্জে উপজেলার ৭নং দরবেশপুর ইউনিয়নের গ্রামীন অভ্যন্তরীন কচুয়া বাজার টু সমিতির বাজার ৩ কিলোমিটার সড়ক সংস্কারের অভাবে ছোট বড় কয়েক হাজার গর্তের সৃষ্টি হয়েছে। বিগত ১৭ বছরেও সংস্কারের কোন উন্নয়ন কাজ না হওয়ায় সড়কের এসব গর্তে পানি জমে ও অধিকাংশ সড়কে কার্পেটিং উঠে যাওয়ায় বর্তমানে যানবাহন চলাচল এবং পায়ে হাটার অনুপযোগী হয়ে পড়েছে। সড়জমিনে ২১জানুয়ারী রবিবার সকালে সড়কটি পরিদর্শনে গেলে স্থানীয় লোকজন এলজিইডি কতৃপক্ষ ও জনপ্রতিনিধিদের কর্মকান্ড নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন।
উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কার্যালয় ও স্থানীয়ভাবে খোজখবর নিয়ে জানা যায়, উপজেলার দরবেশপুর ইউনিয়নের সমিতির বাজার হইতে কুচয়া বাজার সড়কটি ২০০৭ইং সনে এলজিইডির অর্থায়নে দুই ধাপে ৬১লক্ষ ৩৭০টাকা ব্যায়ে সড়কটির সংস্কার কাজ করেন। কিন্তু তৎকালীন ঠিকাদারের অনিয়ম দুর্নতি ও খামখেয়ালীপনার কারনে সংস্কারের এক বছর পর সড়কটির কার্পেটিং সম্পুর্ন রুপে উঠে যাওয়ার পরে থেকে সাধারন মানুষের দুর্ভোগ বেহাল দশায় পরিনত হয়। এর পর থেকে সড়কটি সংস্কারের জন্য বেশ কয়েকবার সংশ্লিষ্ট জনপ্রতিনিধির কাছে বারবার ধর্না দিলেও কাজের কাজ কিছুই হয়নি।
ভোগান্তির শিকার কয়েকজন শিক্ষার্থীর অভিভাবক আবু তাহের,মোতালেব হোসেন,ডাঃ হাফেজ জানান, এসড়ক দিয়ে পশ্চিম শোশালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়,আলীপুর উচ্চ বিদ্যালয়,মোশারফ হোসেন উচ্চ বিদ্যালয়,পূর্ব শোশালিয়া সরকারী প্রাথকি বিদ্যালয়, কচুয়া বাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসাসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীরা স্কুলে আসা-যাওয়া করতে চরম ভোগান্তী পোহাতে হচ্ছে। এজন্য আমরা এই সড়কে যানবাহন চলাচল তো দুরের কথা পায়ে হেটেও চলাচলও অনেক কষ্টকর হয়ে পড়েছ।
রামগঞ্জ উপজেলা (এলজিইডি) প্রকৌশলী মোঃ সাজ্জাদ মাহমুদ খাঁন জানান, আমি নতুন এসেছি। তবে যতটুকু জানি, সড়কটি দীর্ঘ অনেক বছর সংস্কার না হওয়ায় রাস্তার দুপাশের মাটি সরে যাওয়ায় মাটির কাজ ও গাইড ওয়াল নির্মানে মোটা অংকের স্টিমেট দিয়ে সড়কটি টেন্ডারের প্রক্রিয়ায় আনতে হবে।