“পাঁচবিবি মডেল প্রেস ক্লাব” সাংবাদিকদের একটি অরাজনৈতিক সংগঠন। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে এবং বর্তমানে পাঁচবিবিবাসীর কাছে আস্থার প্রতীকে পরিণত হয়েছে। একটি সুসংগঠিত গঠনতন্ত্রের আলোকে ক্লাবটি পরিচালিত হচ্ছে।
ক্লাবের গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৮-এর (ঙ) ধারায় উল্লেখ রয়েছে—কোনো ব্যক্তি যদি অন্য কোনো প্রেস ক্লাবের সদস্য হন, তবে তিনি পাঁচবিবি মডেল প্রেস ক্লাবের সদস্য হতে পারবেন না।
সম্প্রতি আহসান হাবিব নামের একজন সাংবাদিক, যিনি জয়পুরহাট প্রেস ক্লাবের নির্বাহী কমিটির ২১ নম্বর সদস্য, তথ্য গোপন করে পাঁচবিবি মডেল প্রেস ক্লাবের সদস্যপদ গ্রহণ করেন। পরবর্তীতে বিষয়টি প্রকাশ পেলে ক্লাবের সদস্যদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়।
তথ্য গোপন রেখে সদস্যপদ গ্রহণের বিষয়টি গঠনতন্ত্র লঙ্ঘনের শামিল হওয়ায়, অনুচ্ছেদ ৮-এর (ঙ) ধারার আলোকে ১৫/১২/২০২৫ ইং তারিখে ক্লাবের সকল সদস্যের সর্বসম্মত সিদ্ধান্তে আহসান হাবিবের সদস্যপদ বাতিল ঘোষণা করা হয়।
এ ঘোষণার পর থেকে আহসান হাবিবের সঙ্গে পাঁচবিবি মডেল প্রেস ক্লাবের আর কোনো সাংগঠনিক সম্পর্ক নেই।