গাজীপুর ক্যান্টনমেন্টের বিওএফ গলফ ক্লাবের সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং কাপ গলফ টুর্নামেন্টে জেন্টস নাইন হোল ক্যাটাগরিতে রানার্সআপ পুরস্কারে ভূষিত হয়েছেন। সাভার গলফ ক্লাবে অনুষ্ঠিত তিন দিনব্যাপী এই টুর্নামেন্ট সমাপ্ত হয় ২ মার্চ। টুর্নামেন্টে দেশি-বিদেশি মোট ৩৭৫ জন গলফার অংশগ্রহণ করেন।
টুর্নামেন্টে ৯টি ক্যাটাগরিতে বিজয়ীদের মধ্যে ২৮টি ট্রফি বিতরণ করা হয়। টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাভার ক্যান্টনমেন্টের জিওসি মেজর জেনারেল মঈন খান ও ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং’র ব্যবস্থাপনা পরিচালক মো. বশির আহমেদ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে সাভার ক্যান্টনমেন্টের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা এবং দেশি-বিদেশি গলফাররা উপস্থিত ছিলেন।
সমাপনী অনুষ্ঠানে ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং’র ব্যবস্থাপনা পরিচালক বশির আহমেদ বলেন, গলফ খেলা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নয়নে সহায়তা করায় কাজের গতি বৃদ্ধি পায়। সেজন্য তিনি নারী, পুরুষ ও শিশুসহ সববয়সিদের নিয়মিত গলফ খেলার আহ্বান জানান।