সাগরে আবারও সৃষ্টি হয়েছে লঘুচাপ। এটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার শঙ্কা রয়েছে। নভেম্বর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসেও বলা হয়, চলতি মাসের মধ্যে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। চলতি মাসের মাঝামাঝি একটি লঘুচাপ ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় মিধিলিতে রূপ নেয়। বুধবার পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়ার অধিদপ্তর থেকে এই তথ্য দিয়েছেন।
আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বুধবারের পূর্বাভাসেও বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পার।