1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়া ধুনটে পৌর বিএনপির ৫নং ওয়ার্ডের কর্মীসভা অনুষ্ঠিত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে সীমান্ত ঘেঁষা গ্রামের শিক্ষিত তরুন-তরুরীরা স্বাবলম্বি হচ্ছে বালিয়াকান্দির বহরপুরে ট্রেনে কাটা পরে ৩৫এক যুবকের মৃত্যু মাওলানা আজির উদ্দিন পাশার মাতার ইন্তেকালে তালামীযে ইসলামিয়ার শোক প্রকাশ শেরপুরে পাহাড়ি ঢলে স্মরণকালের ভয়াবহ বন্যা রাবি অধ্যাপক আবদুল্লাহ আল মামুনকে অব্যাহতি কালিহাতীতে দূর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন শৃংখলা সভা ও অনুদান বিতরণ মাদারগঞ্জ নাশকতা মামলায় ১৩ নেতা কর্মী আটক কুষ্টিয়ায় কলেজ ছাত্রকে মারধরের পর হাত-পা বেঁধে ৪ তলার ছাদ থেকে ফেলে হত্যা কাউনিয়ায় বিপুল পরিমাণ মাদক উদ্ধার

অজ্ঞাত এক বৃদ্ধা মায়ের চিকিৎসার দায়িত্ব নিলেন জামালপুর পুনাক সভানেত্রী

মোঃ রবিন আলী, বিশেষ প্রতিনিধি, জামালপুর ৫
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১৪৬ বার পড়া হয়েছে
বৃদ্ধা মায়ের চিকিৎসার দায়িত্ব নিলেন জামালপুর পুনাক সভানেত্রী সানজিদা হক মৌ
রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত এক বৃদ্ধা মায়ের চিকিৎসার দায়িত্ব নিলেন জামালপুর পুনাক সভানেত্রী সানজিদা হক মৌ। গত ২৫ নভেম্বর রাত ২ টার দিকে কে বা কাহারা একজন বৃদ্ধ মহিলাকে শেরপুর পৌরসভার কাজীবাড়ী পুকুরপারে ফেলে রেখে যায়। উক্ত বৃদ্ধ মহিলা নিজের নাম বলতে পারে না। বাড়ির ঠিকানা জিজ্ঞেস করলে শুধু বলে জামালপুর এছাড়া আর কিছুই বলতে পারে না। পরবর্তীতে আজকের তারুণ্য নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন ওই বৃদ্ধ মহিলার পরিচয় সনাক্ত করার জন্য বিভিন্ন গ্রুপে পোস্ট করেন।
এরই মধ্যে শেরপুর হেল্পলাইন নামের একটি সেচ্ছাসেবী গ্রুপে জামালপুর জেলা পুলিশের ফেইসবুক ডিস্ট্রিক্ট পুলিশ জামালপুর ও জামালপুর জেলার সম্মানিত পুলিশ সুপার কামরুজ্জামান রাসেল মহোদয়কে মেনশন করে সহযোগিতা চাওয়া হয়। বিষয়টি পুলিশ সুপার জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম ও পুনাক সভানেত্রী জনাব সানজিদা হক মৌ দ্বয়ের নজরে আসলে পর দিন সকালেই ওই বৃদ্ধা মায়ের সুচিকিৎসা নিশ্চিত করতে ব্যবস্থা গ্রহণ করা হয়।
পুনাক সভানেত্রীর পক্ষ থেকে দুপুরে ভিবিডি জামালপুরের জেনারেল সেক্রেটারি মোঃজুবায়েদে ইসলাম জুসেফ এর মাধ্যমে জামালপুর থেকে জেলা পুলিশ হাসপাতালের এম্বুলেন্স পাঠিয়ে তাকে জামালপুর সদর হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
এর মধ্যে বৃদ্ধ মহিলার পরিচয় সনাক্ত করে জানা যায়  বৃদ্ধা মহিলা শেরপুর শহরের অস্টমিতলা গ্রামের হাসিনা বেগম (৭০)। ওনার মেয়ে ফাতেমা বেগম খবর পেয়ে সাথে সাথে সেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে বৃদ্ধা মায়ের কাছে পৌঁছান।
বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় জামালপুর জেলা হাসপাতালে ওই বৃদ্ধা মাকে তার মেয়ের কাছে হস্তান্তর করা হয়। এসময় পুলিশ সুপার মহোদয় এবং পুনাক সভানেত্রী বৃদ্ধা মায়ের প্রাথমিক চিকিৎসা ও পর্যবেক্ষণের জন্য বৃদ্ধার মেয়ের হাতে দশ হাজার নগদ টাকা, ফলমূল, শীতের কাপড় ও জামা এবং কম্বল তুলে দেন। সেই সাথে পরবর্তীতে চিকিৎসার প্রয়োজনীয় অর্থ সরবরাহের কথা জানান।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com