1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে রাবি শিবির সভাপতির ৩ প্রস্তাব ঠাকুরগাঁওয়ে সাংস্কৃতিক সংগঠনের সাথে মতবিনিময় সভা জামালপুরে মির্জা আজম সহ ২০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের বৈষম্যবিরোধী হামলা মামলায় নড়াইলে আ’লীগের সভাপতিকে কারাগারে প্রেরণ ক্ষেত থেকে আনা কৃষকের পণ্য সুলভ মুল্যে জনগণের মাঝে বিক্রির জন্য পঞ্চগড়ে ন্যায্য মুল্যের বাজারের উদ্বোধন করা হয়েছে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন যাওয়ার ট্রাভেল পাস যেইভাবে পাবেন বেরোবিতে ” গ্রিন ক্যাম্পাস ক্লিন ক্যাম্পাস” কর্মসূচি পালিত বর্ণিল আয়োজনে ফরিদগঞ্জে বিউটিফুল ধানুয়ার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এগার কলেজে নতুন অধ্যক্ষ উচ্চশিক্ষায় গুণগত মান নিশ্চিত করা প্রয়োজন: উপাচার্য

নোয়াখালীতে নৌকার মাঝি হলেন যারা

জাবের বিন আবদুল্লাহ, সদর উপজেলা সংবাদদাতা, নোয়াখালী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১৮৯ বার পড়া হয়েছে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ছয়টি আসনে নৌকার মাঝিদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। গত রোববার (২৬ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নোয়াখালীর ৬টি আসনসহ ৩০০ আসনে চূড়ান্ত নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে নোয়াখালী জেলার ছয়টি সংসদীয় আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করার জন্য ৩৪ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।

জেলার ছয়টি আসনে নৌকার মাঝি হলেন, নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম, নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনে মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোরশেদ আলম, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ কিরণ, নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসন থেকে  আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং নোয়াখালী-৬ (হাতিয়া) আসন থেকে মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী।

মনোনয়ন পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের বর্তমান সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম বলেন, যে প্রত্যাশা পূরণে মাননীয় প্রধানমন্ত্রী আমার ওপর আস্থা রেখেছেন, আমি প্রধানমন্ত্রীর সে প্রত্যাশা পূরণে কাজ করে যাব ইনশাআল্লাহ। এই আসনের জনগণ আমাকে আগের চাইতেও বেশি ভালোবাসে বলে আমি বিশ্বাস করি। তাদের সেই ভালোবাসার প্রতিদান দিতেও আমি কার্পণ্য করব না।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনে মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোরশেদ আলম বলেন, আমার পাওয়ার কিছু নেই। আমি জনগণকে দিতে এসেছি। আমার এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন করেছি। উন্নয়নের ছোঁয়া লাগেনি এমন জনপদ নেই। আমি নৌকা পাওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। আমি জনগণের জন্য আরও অনেক কিছু করতে চাই।

মনোনয়ন পেয়ে আনন্দিত নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ কিরণ। তিনি বলেন, আমি দীর্ঘদিন সংসদ সদস্য থেকে মানুষের পাশে  ছিলাম। বিএনপির ঘাঁটি থেকে নোয়াখালীর বেগমগঞ্জকে আমি বঙ্গবন্ধুর আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে বানিয়েছি। শিল্প কারখানায় আজ সমৃদ্ধ নোয়াখালীর বেগমগঞ্জ। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা কাজ করছি। এবারও নৌকার মাঝি হয়ে বেগমগঞ্জবাসীর অবশিষ্ট কাজগুলো করব।

শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে মনোনয়ন পাওয়া বর্তমান সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার প্রতি আমার আস্থা ছিল। তিনি হলেন আমাদের সবার আস্থার ঠিকানা। আমরা নোয়াখালী-৪ এর মানুষ বঙ্গবন্ধুর কন্যাকে নৌকা জয়যুক্ত করে দেশের উন্নয়নের অংশীদার হব।

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া দলের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোটভাই বসুরহাট পৌরসভার মেয়র ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জা বলেন, মন্ত্রী মহোদয় আমাদের নোয়াখালীর গর্ব। তিনি এ আসনে ব্যাপক উন্নয়ন করছেন। জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে আবারও মনোনয়ন দিয়েছেন। আমরা মন্ত্রী মহোদয়কে ভোট দিয়ে আবারও নির্বাচিত করব।

নোয়াখালী-৬ (হাতিয়া) আসন থেকে মনোনয়ন পাওয়া সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মোহাম্মদ আলী বলেন, আমি হাতিয়ার সঙ্গে সবসময় ছিলাম। এই দ্বীপের মানুষের পাশে আমৃত্যু থাকতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন তাই আমি অনেক কৃতজ্ঞ। শান্তির জনপদ হাতিয়ায় নৌকাকে জয়যুক্ত করে বঙ্গবন্ধুকন্যার হাতকে শক্তিশালী করতে চাই।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম খাইরুল আনম চৌধুরী সেলিম ও সাধারণ সম্পাদক শহিদ উল্যাহ খান সোহেল বলেন, যারা নৌকার মাঝি হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। আমরা প্রধানমন্ত্রীর নৌকাকে জয়যুক্ত করতে কাজ করব। আমরা জেলা আওয়ামী লীগ সবাইকে স্বাগত জানাচ্ছি।

প্রসঙ্গত, আগামী বছরের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com