1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কয়রায় ব্যবসায়ীদের অঙ্গীকার: পলিথিন-প্লাস্টিক দূষণ রুখতে একাট্টা হওয়ার বার্তা উপজেলা রামগতিতে অবৈধ ইটভাটার রমরমা ব্যবসা মোংলায় বজ্রপাতে মৃত্যু এক নির্ভীক কলম সৈনিক সাংবাদিক আবু হাসানের মৃত্যু মুরাদনগরে এসএসসি পরীক্ষায় নকল সরবরাহের দায়ে যুবকের কারাদণ্ড আমদানি বন্ধের অজুহাতে হিলিতে বেড়েছে চালের দাম,বিপাকে পাইকাররা পলাশবাড়ীতে এসএসসি পরীক্ষা কেন্দ্র থেকে প্রক্সি পরীক্ষার্থী আটক গাজীপুরের পিরুজালীতে জোরপূর্বক গাছ কর্তন ও বিক্রির অভিযোগ শূন্য রেখায় বিএসএফ এর কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা ও বিজিবি’র বাধা প্রদান বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত মেধাবী ছাত্র আজিজ

নরসিংদীতে ডিবি হেফাজতে নারী আসামীর মৃত্যু

মোঃ এমরুল ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৮ বার পড়া হয়েছে

নরসিংদীতে নূরতাজ বেগম(৬০)নামে এক নারী আসামীর মৃত্যু হয়েছে।৬ ই ডিসেম্বর বুধবার রাতে মাদক মামলায় গ্রেফতারের পর ৭ ই ডিসেম্বর রোজঃবৃহঃবার সকালঃ৮ টায় চিকিৎসাধীন অবস্থায় জেলা হাসপাতালে তাঁর মৃত্যু হয়।নিহত নূরতাজ বেগম(৬০)নরসিংদী পৌর শহরের দক্ষিণকান্দা পাড়া এলাকার বাসিন্দা মৃত পিয়ার হোসেন এর স্ত্রী।তিনি চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে দাবী পুলিশের।

এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা পুলিশ।তিন সদস্যের এই কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।পুলিশ জানায়,বুধবার রাত সাড়ে ৮ টার দিকে উপপরিদর্শক নইমুল মোস্তাকের নেতৃত্বে একটি দল নূরতাজ বেগমকে ১০ কেজি গাঁজাসহ নরসিংদী শহরের ভেলানগর এলাকা থেকে গ্রেফতার করে।গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয়ে রাখা হয়।রাত ৩ টার দিকে নূরতাজ বেগম অসুস্থ বোধ করেন।পরে তাকে নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়।সকাল পৌনে ৮ টার দিকে বুকে ব্যথা অনুভব করেন এবং কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা.মোঃপলাশ মোল্লা বলেন,এবডমিন পেইন থাকায় রাতে ওই রোগীকে হাসপাতালে ভর্তি হয়।চিকিৎসা দেওয়ার পর তিনি অনেকটাই সুস্থ হয়ে উঠেছিলেন।সকাল সাড়ে ৭ টার দিকে  বুক ব্যথা শুরু হলে তার মৃত্যু হয়।হৃদরোগে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে।নিহত নূরতাজ বেগম মাদক ব্যবসায়ী স্বীকার করলেও তার মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছেন স্বজনরা।সঠিক তদন্তের মাধ্যমে মৃত্যুর কারণ নিশ্চিত করার দাবী স্বজনদের।

এ বিষয়ে নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন,গাঁজাসহ গ্রেফতারের পর ডিবি হেফাজতে থাকা ওই নারী অসুস্থতা বোধ করলে বুধবার তাকে হাসপাতালে নেওয়া হয় এবং বৃহঃবার সকালে হাসপাতালে মৃত্যুবরণ করে।আইন অনুযায়ী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সামনে তার লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করা হয়েছে।তার শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।এ ঘটনা খতিয়ে দেখার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।তদন্ত কমিটির প্রতিবেদনের উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com