1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
জমিজমা সংক্রান্ত জেরে চাচাতো ভাইয়ের হাঁসুয়ার আঘাতে চাচাতো বোন নিহত নিয়ামতপুরে উল্টো রথে শেষ হলো রথযাত্রা উৎসব রানীশংকৈলে পরিত্যক্ত জেলখানায় ১ জনকে ছুরি আঘাত করে হত্যার চেষ্টা পীরগঞ্জের বৈরচুনা সীমান্তে বিএসএফ কর্তৃক ৬ বাংলাদেশী কে পুশ ইন ফুলবাড়ীতে বিএনপি’র ৩১ দফা দাবিতে লিফলেট বিতরণ অষ্টগ্রামে রিপোর্টার্স ক্লাবের তারিখ পরিবর্তন চন্দনাইশে প্রত্যয়ের সাধারণ সভা ও মিলনমেলা অনুষ্ঠিত পলাশবাড়ীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে উপসহকারী প্রকৌশলী হেলাল নিজেই ‘ঠিকাদার’ এইচএসসি পরীক্ষার্থী কাওসারের আত্মহত্যা: বেতাগীতে শোকের ছায়া শিবগঞ্জে ২টি হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য সচিব

কুষ্টিয়া একসাথে ৭ স্ত্রী নিয়ে সুখের সংসার করছেন এক যুবক

উজ্জ্বল মাহমুদ
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৩ বার পড়া হয়েছে
কুষ্টিয়া  একসাথে ৭ স্ত্রী  নিয়ে  সুখের সংসার করছেন এক যুবক।
একটি দুটি নয় এক সাথে ৭টি স্ত্রী নিয়ে সংসার করছেন এক যুবক। যুবকটির নাম রবিজুল ইসলাম(৩৯)।সবচেয়ে মজার বিষয় হলো সবাইকে প্রেমের সম্পর্কে জড়িয়ে বিয়ে করেছেন তিনি।প্রত্যেক স্ত্রী জানতো অন্য সব স্ত্রীর কথা।তাই তারা আনন্দে এ বিয়ের প্রস্তাব মেনে নিয়ে ছিল। সাত বউকে নিয়ে সুখের সংসার তার। স্ত্রীরা মিলেমিশে থাকছেন একই বাড়িতে। মায়ের মানত পূরণ করতেই সাতটি বিয়ে করেন বলে তিনি জানান। রবিজুল ইসলাম কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার অন্তর্গত পাটিকাবাড়ি ইউনিয়নের পাটিকাবাড়ি গ্রামের মিয়াপাড়ার আয়নাল মন্ডলের ছেলে। জানাযায়  দীর্ঘদিন ধরে লিবিয়াতে  ছিলেন। লিবিয়াতে থাকা অবস্থায় ১ম বিয়ে করেন ১৯৯৯ সালে । এরপর একে একে করেন আরও ছয়জনকে।
রবিজুলের  স্ত্রীরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার হালসা গ্রামের রুবিনা খাতুন (৩৫), একই উপজেলার গোস্বামী দুর্গাপুর এলাকার মিতা আক্তার (২৫), কিশোরগঞ্জের হেলেনা খাতুন (৩০), রাজশাহীর চাপাইনবাবগঞ্জ এলাকার নুরুন নাহার (২৫), চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার শ্রীরামপুর এলাকার স্বপ্না (৩০), একই উপজেলার ডম্বল পুর এলাকার বানু আক্তার (৩৫) ও কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ এলাকার রিতা আক্তার (২০)।
রবিজুল ইসলাম বলেন, আমি মা-বাবার একমাত্র ছেলে। আমার একটা সমস্যা ছিল। সেজন্য আমার মা মানত করেছিলেন, ‘ছেলে বেঁচে থাকলে তাকে সাতটি বিয়ে দিবেন’। তাই মায়ের সেই মানত পূরণ করতে আমি সাতটি বিয়ে করেছি। এতে আমি, আমার পরিবার, আত্মীয়স্বজন ও স্থানীয়রা সবাই খুশি। সাতটি বউই খুব ভালো। স্ত্রীদের পরস্পরের মধ্যে ঝগড়া-বিবাদ হয় না। সাত স্ত্রী ও ৫ সন্তান নিয়ে সুখের সংসার আমার। সব স্ত্রীরা আমার আদর যত্ন নেন এবং খুব ভালোবাসেন। সারাদিন সবাই একসঙ্গে কাজ করেন। সপ্তাহের সাত রাতে সাত বউয়ের কাছে থাকি। এতে কোনো সমস্যা হয় না।
তিনি আরও বলেন, আমি ১৫ বছর লিবিয়াতে ছিলাম। গত দুই বছর আগে দেশে এসেছি। বর্তমানে আমার একটি ড্রাইভিং শেখার সেন্টার আছে। এ ছাড়া কয়েকটি মাইক্রোবাস রয়েছে। জানা গেছে, ১৯৯৯ সালে তিনি রুবিনাকে বিয়ে করেন।  এই দম্পত্তির ‍দুই ছেলে রয়েছে। এরপর লিবিয়ায় থাকা অবস্থায় ২০১৪ সালে হেলেনাকে বিয়ে করেন। এ স্ত্রীর ঘরে এক ছেলে ও এক মেয়ে। করোনার সময় ২০২০ সালে নুরুন নাহারকে বিয়ে করেন। তার এক মেয়ে আছে। ২০২২ সালে বিয়ে করেন স্বপ্নাকে। তিন মাস আগে বানুকে, আড়াই মাস আগে রিতাকে এবং দুই মাস আগে মিতাকে বিয়ে করেন। সব বিয়েই করেন পারিবারিকভাবে।
স্থানীয়রা বলেন, রবিজুল ইসলাম সাতটি বিয়ে করেছেন। সাত বউ নিয়ে একই বাড়িতে বসবাস করেন। সাত বউ মিলেমিশে সংসার করে। এলাকার মানুষ তাদের বাড়িতে বেড়াতে যায়। তারা ভালোই আছে।
এ বিষয়ে তার স্ত্রীরা বলেন, আমরা সাত বোনের মতো। আমরা সারাদিন মিলেমিশে সংসারের কাজ করি। সবার সঙ্গেই সবার ভালো সম্পর্ক। বোনের মতো এক বাড়িতে বসবাস করি। কেউ কাউকে হিংসা করি না। কে কম কাজ করল বা বেশি করল, তা নিয়ে আমাদের মধ্যে কোনো সমস্যা হয় না। আমরা জেনে শুনেই বিয়ে করেছি। আমাদের স্বামী এমন কিছু করেন না যাতে আমাদের মন খারাপ হবে। স্বামী খুবই ভালো মানুষ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com