বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে ২৭/১১/২০২৪ রোজ বুধবার, ILO, FBCCI,JCI,BWCCI,BCCCI,JBCCI,ACCB,IBCCI,ESBCCI,BMCCI সকল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন এর কাছে বিক্রয় প্রতিনিধিদের সমস্যার কথা তুলে ধরে। চাকরিতে সুনিশ্চিত নীতিমালা নাই ও সঠিক মূল্যায়ন পাচ্ছে না, কম মজুরি , সরকারি কোন ছুটি পায়না।শ্রমিকের সাথে খারাপ আচরণ ও অন্যায় করা হয়, সবচেয়ে বেশি শিক্ষিত শ্রমিক সেলস মার্কেটিং এই সেক্টরে চাকরি করছে, কর্মরত অবস্থায় প্রতিনিয়ত শ্রমিকদের মৃত্যু হচ্ছে তার কোন সমাধান নেই এবং ৮ দফা দাবি বিষয়ে আলোচনা ও স্মারকলিপি প্রদান করা হয়। এতে করে উক্ত সমস্যার কথা শুনে সকল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন ও ILO সম্মানিত উপস্থিত সকল ব্যক্তিবর্গ সদস্যবৃন্দরা সকলেই দুঃখ প্রকাশ করে এবং তা সমস্যার সমাধানের দ্রুত বাস্তবায়নের আশ্বাস প্রদান করে। উক্ত স্মারকলিপি প্রদানের ক্ষেত্রে বিক্রয় প্রতিনিধিদের পক্ষে প্রতিনিধিত্ব করেন মোঃ কামাল হোসেন ইতি (সভাপতি) ,মো দুলাল মিয়া (সহ- সভাপতি) , মোঃ বিপ্লব( সহ-সভাপতি),মোঃ মজিবুর রহমান (সাংগঠনিক সম্পাদক) ,মোঃমিজানুর রহমান (সহ- সাংগঠনিক সম্পাদক) ,(কেন্দ্রীয় কমিটি ঢাকা) বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট ওয়েলফেয়ার সোসাইটি।