আগামী ১১ই ডিসেম্বর সদ্য টি২০ এনসিএল খেলতে যাবে লক্ষ্মীপুর ক্রিকেট একাডেমির শরিফ। শরিফ লক্ষ্মীপুর বয়স ভিত্তিক থেকে বেড়ে উঠা।সে বয়স ভিত্তিক অনুর্ধ ১৪ ন্যাশনাল ১৫ এবং অনুর্ধ ১৬ ও ন্যাশনাল ১৭ ,বয়স ভিত্তিক অনুর্ধ ১৮ তে বোলিংয়ের সাথে বেটিংয়ের ভালো নৈপূণ্য দেখাই । যার হাতে বেড়ে ওঠা শরিফে তার কথা না বললেও নয় সে লক্ষ্মীপুর ক্রিকেট ইতিহাসের একজন সেরা কোচ মো: মনির হোসেন।যার হাতে গড়া হাসন,সাগর ইমন, রুপম ওশরিফদের মতো অনেক ক্রিকেটার।শরিফ সদর উপজেলা চর রমনী মোহনের ছেলে।