বান্দরবানের আলীকদম উপজেলায় র্যাব-১৫ এর অভিযানে ইয়াবাসহ মোছাঃ রুমা আক্তার (২৬) নামে এক মহিলা কে আটক করা হয়েছে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে আলীকদম উপজেলায় র্যাব-১৫ এর কোম্পানী কমান্ডার এডিশনাল এসপি আনোয়ার হোসেন এর নেতৃত্বে খুইল্ল্যামিয়া চেয়ারম্যান পাড়া এলাকা হতে সাংবাদিক মমতাজ (সভাপতি আলীকদম প্রেস ক্লাব) এর বাড়ি হতে সাংবাদিক মমতাজের ছোট ভাই নজরুল ইসলামের গরুর গোয়াল ঘর হতে ৩০ হাজার পিস ইয়াবা সহ ১ মহিলাকে আটক করা হয়।র্যাবের গোয়েন্দা তথ্য মতে ব্যক্তির বাড়িতে ৩ লক্ষ পিস ইয়াবা রয়েছে এমন তথ্যের ভিত্তিতে র্যাব অভিযান পরিচালনা করে।
র্যাব আসার খবর পেয়ে মাদক ব্যবসায়ী নজরুল ইসলাম ও তার ভাই রুহুল আমিন বাড়ি হতে পালিয়ে যায়।পরবর্তীতে বাড়ি তল্লাশী করে গরুর গোয়াল ঘর হতে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।এই ঘটনায় নজরুলের স্ত্রী মোছাঃ রুমা আক্তার (২৬) কে আটক করে র্যাব।
আটককৃত ইয়াবা ও মহিলাকে র্যাব-১৫ এর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।সুত্রে জানানো হয় এ ঘটনায় আটককৃত মহিলা ও পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ীদের নামে আলীকদম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা প্রক্রিয়াধীন আছে।