1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
গাজায় ফের বিমান হামলা, শিশুসহ নিহত বহু ভোলা চরফ্যাসনে হামলা ও নিহতের ঘটনায় আটক ৯ যশোরে মাসুদ হত্যা মামলায় ছয়জনের বিরুদ্ধে পুনঃচার্জশিট সাভারের মেয়র প্রার্থী খোরশেদ আলম কে হত্যা চেষ্টার সময় অস্ত্র সহ আটক২দুই শীর্ষ সন্ত্রাসী রামপাল মোংলা বুড়িরডাঙ্গা ইউনিয়ন কাপালির মাঠ মন্দিরে যজ্ঞ ও পূজার আয়োজন ঘোড়াঘাটে আদিবাসী উন্নয়ন সংস্থার নির্বাচনে সভাপতি লুইস সম্পাদক মাইকেল ঘোড়াঘাটে বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণ, যুবক গ্রেফতার ভেদরগঞ্জের সখিপুরে সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলা’র প্রতিবাদে মানববন্ধন সান্তাহারে শহীদ জিয়া স্মৃতি সংসদ কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে বিশাল জনসভা পাঁচবিবিতে অতিরিক্ত বাস ভাড়া আদায় রোধে প্রশাসনের অভিযান

নৌকায় ভোট চাইলেন বিএনপি’র নেতা

আবরার আলভী
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ৫৪৫ বার পড়া হয়েছে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ (ডোমার-ডিমলা ) আসনে আওয়ামীলীগের প্রার্থী  নৌকা মার্কার নির্বাচনী সভায় উপস্থিত হয়ে নৌকায় ভোট চাইলেন বামুনিয়া ইউনিয়ন  চেয়ারম্যান ও ডোমার উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোমিনুর রহমান।
 তাৎক্ষণিকভাবে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে দল থেকে বহিস্কারের দাবি জানান বিএনপি নেতাকর্মীরা।শনিবার (৩০ ডিসেম্বর) বিকালে বামুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ডাকে স্থানীয় মাঠে  আওয়ামীলীগ প্রার্থী বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারের নির্বাচনী সভায় তিনি মঞ্চে আওয়ামী প্রার্থীর সাথে বসে নৌকার পক্ষে ভোট চান। সেই সঙ্গে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনে কাজ করারও ঘোষণা দেন তিনি। বামুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুর রহমান বলেন, নৌকার নির্বাচনী সভায় লোক সমাগম খুব একটা হয়নি। বিএনপি নেতা কি কারনে নৌকার পক্ষে কাজ করবেন তাকে প্রশ্ন করলেই তিনি ভালো বলতে পারবেন।
 বামুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক সাইদুল ইসলামের সভাপতিত্বে ও সম্পাদক দিলীপ অধিকারীর সঞ্চালনায় এ সময় সাবেক চেয়ারম্যান মনোরঞ্জন রায়, বামুনিয়া ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মোমিনুর রহমান ও উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। সেই নির্বাচনী সভায় মোমিনুর রহমান বক্তব্য রাখার পাশাপাশি জনগনের কাছে নৌকার পক্ষে ভোট চান এবং আওয়ামী লীগের দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার আশ্বাস দেন।
 তিনি নৌকার নির্বাচনী সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন এই সংবাদটি ছড়িয়ে পড়লে তাকে বিএনপি থেকে বহিষ্কারের দাবি জানান উপজেলা বিএনপি ও বামুনিয়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।
স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা বলেন, এর আগে তিনি নৌকার মনোনয়ন পেতে ওই এমপিকে আর্থিক ভাবে সহযোগীতা করেও সমালোচিত হয়েছিলেন।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন বলেন, যিনি দলের সাথে বেইমানী করে নৌকার ভোট চাচ্ছেন তাকে দলের সকল পদ থেকে বহিস্কারের দাবী জানাচ্ছি। এবিষয়ে জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার বলেন, দলীয় শূঙ্খলা ভঙ্গের দায়ে তাকে আগেই দল থেকে বহিস্কার করা হয়েছে। মোমিনুর রহমান বর্তমানে বিএনপির কেউ না। এ ব্যাপারে বামুনিয়া ইউপি চেয়ারম্যান মোমিনুর রহমানের সাথে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেএ ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com