কুষ্টিয়ার দৌলতপুরে তারাগুনিয়া আধুনিক চক্ষু হাসপাতালের শুভ উদ্বোধন করা হয়। আজ শুক্রবার সকাল ১০ টার সময় তারাগুনিয়া বাজারে তারাগুনিয়া আধুনিক হাসপাতালের শুভ উদ্বোধন অনুষ্ঠানে
কুষ্টিয়া ১ দৌলতপুর আসনের সাবেক সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাসপাতালে শুভ উদ্বোধন ঘোষণা করেন।
হাসপাতালের প্রবেশ মুখে ফিতা কেটে উদ্বোধনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। দোয়া ও মোনাজাত পরিচালনার মধ্য দিয়ে উদ্বোধনী কার্যক্রম পরিচালিত হয়। এছাড়া আমন্ত্রিত অতিথি বর্গসহ আগন্তুকগণ বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকদের নিকট থেকে চিকিৎসা সেবা গ্রহণের মাধ্যমে উদ্বোধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে হোগলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব বেলাল হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উক্ত চক্ষু হাসপাতালের পক্ষ থেকে খন্দকার সুজন উক্ত অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন। হাসপাতালটি পরিচালনায় হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। আশা করা হচ্ছে উক্ত চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগণ দৌলতপুরের চক্ষু রোগীদের চাহিদা পূরণে উন্নত মানের চিকিৎসা সেবা প্রদান করতে সক্ষম হবেন।