লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ০৮ নং বুড়িমারী ইউনিয়নে শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৪-২০২৫ এর ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।তারিখ:১৫ ফেব্রুয়ারী ২০২৫। রোজ : শনিবার। সময়: রাত ০৮.০০ ঘটিকা থেকে শুরু। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথিঃ ব্যারিস্টার হাসান রাজিব প্রধান
সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদীদল দল। এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যক্ষ জনাব এ এস এম নিয়াজ নাহিদ মহোদয়। সাধারণ সম্পাদক ০৮ নং বুড়িমারী ইউনিয়ন জাতীয়তাবাদী দল ।উক্ত খেলায় বিজয়ী হয় সোনার ভিটা একতা সংঘ বুড়িমারী। পুরুষ্কৃত করা হয় চ্যাম্পিয়ন ট্রফি সহ-১০,০০০/- টাকা।
স্থানঃ বুড়িমারী বাঁশকল,নিধী ট্রেডার্সের মাঠ।