পটুয়াখালী জেলার বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক সমাজ এর নতুন আহবায়ক কমিটি তে আহ্বায়ক ও সদস্য সচিব , অন্য অন্য নেতা বৃন্দ কে নিয়ে । মির্জাগঞ্জ ইয়ার উদ্দিন খলিফা সাহেব মাজারের এসে তার কবর জিয়ারত করেছেন । এ সময় জাতীয়তাবাদী নাগরিক সমাজের এর , আহবায়ক মোঃ রাসেল সিকদার সাংবাদিক দের প্রশ্নে জবাবে তিনি বলেন যে দীর্ঘ ১৫ টি বছর আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার নির্দেশে , বিএনপি সহ অন্য অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মীর উপর নির্যাতন গুম খুন চালিয়েছে ,আরো বলেছেন যে সকল ছাত্র জনতার উপর ৫ আগষ্ট অস্বাভাবিক নির্যাতন চালিয়েছে । খুন করেছে ও আরো বলেন বিভিন্ন যায়গায় আয়ানা তৈরি করেছে বিএনপি নেতা সহ অন্য অন্য নেতৃবৃন্দদের উপর নির্যাতন চালিয়েছে , এখনো অনেকের খোঁজ মিলেনি , এদের সকলকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে । এবং যে কোন মূল্যে এই স্বৈরাচার হাসিনাকে দেশে ফিরে এনে , ছাত্র জনতা কে গুলি করে মারা সহ আয়ানা ঘরে রেখে যে সকল , নেতা বৃন্দ কে মেরে ফেলা হয়েছে যে কোনো মূল্যে এর বিচার করতে হবে। তিনি আরো বলেন কিন্তু তাকে ফাঁসি দিয়ে মেরে ফেলা যাবে না। কারণ তিনি যেভাবে আয়না ঘর সহ বিভিন্ন জায়গায় নেতা ও কর্মীদের অত্যাচার করেছে , তাকে ও ঠিক ওই ভাবে আয়না ঘরে রেখে শাস্তি দিতে হবে । বুঝিয়ে দিতে হবে যে মানুষের উপর নির্যাতন করলে , ওই নির্যাতন নিজেকে ও সহ্য করতে হয়। আরো বলেন যে ভারতের সকল পন্য বর্জন করতে হবে । ভারতের সাথে কোন মতে আপোষ করা যাবে না ।