কক্সবাজার জেলার, রামু উপজেলার ১নং ঈদগড় ইউনিয়ন এর ঈদগড়- ঈদগাঁও সড়কের ঈদগাঁও হিমছড়ি ঢালায় আবারো ডাকাতি ঈদগড়ের গরু ব্যবসায়ী জাগের হুসাইন কে অপহরণ করে নিয়ে গেছে গতরাতে আনুমানিক ১০ টার দিকে! ঈদগড় ঈদগাও সড়কের জন্য এটা নতুন কোন ঘটনা না! কারণ এলাকার জনগণের সাথে কথা বলে জানা যায় যে এই ঈদগড় ঈদগাও মাত্র ১০ কি:মি: সড়কে প্রতিনিয়ত ডাকাতি, অপহরণ চলে! প্রশাসনের কোন খবর নাই! মানুষ রাত ৮ টার পর থেকে চলাচল বন্ধ করে দেই! ৮টার পর থেকে শুরু হয় ডাকাতের টহল! যাকে পারে তাকে তুলে নিয়ে যায় এবং মুক্তিপণ আদায় করে ুএবং বেধড়ক মারধর করে ভিকটিমকে! এই দূর্দশা থেকে এলাকাবাসী মুক্তি চাই এবাং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে