1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ৪৫ টি ভারতীয় মোবাইলসহ একজন আটক কয়রায় ইসলামী শিক্ষার আলোকবর্তিকা: রহিমিয়া জামে মসজিদ, মাদ্রাসা ও ইয়াতিমখানার শুভ উদ্বোধন দলে অনুপ্রবেশ ও ফ্যাসিষ্ঠ ঠেকাতে কচাকাটায় বিএনপির উদ্যোগে আলোচনা সভা মোঃআবুসাঈদ ইসলাম জেলা প্রতিনিধি কুড়িগ্রাম জয়পুরহাটের আক্কেলপুরে অর্থ আত্মসাতের মামলায় এজেন্ট ব্যাংকিংয়ের ব্যবস্থাপক রিজওয়ানা ফারজানা আবার গ্রেপ্তার নিয়ামতপুরে উপজেলা মাসিক ও আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত চীনের দেয়া ১০০০ শয্যা হাসপাতাল নীলফামারী দারোয়ানি মাঠে হওয়ার যৌক্তিক দাবি ড. খায়রুল আনামের বানারীপাড়ায় বস্তার নিচে চাপা পড়ে আড়াই বছরের শিশু আল মাহমুদের মর্মান্তিক মৃত্যু গলাচিপা-চিকনিকান্দি সড়কের বেহাল দশা টাংগাইলের নাগরপুরে বালু মহলে অভিযান আটক ১ পোপ ফ্রান্সিস এর মৃত্যু

ভোলার তজুমউদ্দিনে ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করায় এলাকাবাসীর মিশ্র প্রতিক্রিয়া

রিয়াজ ফরাজি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

ভোলার তজুমদ্দিনে ডেভিল হান্টের অংশ হিসেবে যৌথ বাহিনী অভিযান চালিয়ে নাশকতার অভিযোগে ইউপি চেয়ারম্যানকে আটক করায় মলংচোড়া ইউনিয়নের এলাকাবাসীর মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। পরে আটক চেয়ারম্যানকে থানা পুলিশের নিকট হস্তান্তর করেন যৌথ বাহিনীর সদস্যরা। প্রশাসন সুত্রে জানা যায় -ডেভিল হান্টের অংশ হিসেবে রবিবার (১০ মার্চ ২০২৫)দুপুর ২টায় কোষ্টগার্ড ও পুলিশ শশীগঞ্জ মধ্য বাজারে ডাচবাংলা এজেন্ট ব্যাংকে অভিযান পরিচালনা করেন। এ সময় নাশকতার অভিযোগে ১নং বড় মলংচড়া ইউনিয়নের চেয়ারম্যান নুরনবী সিকদারকে (বাবুল) আটক করেন। পরে আটক নুরনবী সিকদারকে তজুমদ্দিন থানা পুলিশের নিকট হস্তান্তর করেন কোষ্টগার্ড সদস্যরা। এই খবর সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে দলমত নির্বিশেষে সবাই তার মুক্তি চেয়ে ফেসবুক পোস্ট করেন। এছাড়াও মো. হাসনাইন আহমেদ ও মো. নুরুজ্জামান নামে ফেসবুক আইডি থেকে নেওয়া -জেলা শ্রেষ্ঠ চেয়ারম্যান পুরস্কার প্রাপ্ত এবং তজুমদ্দিন উপজেলা সরকারি কলেজ অর্থনৈতিক বিভাগের প্রফেসর মোঃ নুরনবী সিকদার বাবুল পাশাপাশি ২৩ বছর বড় মলংচোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এ যাবৎ কালে চেয়ারম্যান থাকা অবস্থায় উনার নামে কোন অভিযোগ এবং দুর্নীতি নাই। মলংচোড়া ইউনিয়নের অসহায় এবং হতদরিদ্র মানুষের পাশে ছিলেন নিরন্তর। শিক্ষার মান উন্নয়ন স্বাস্থ্য কমপ্লেক্স জনসাধারণের জন্য রাস্তা নির্মাণ এবং অসহায় মানুষের বাসস্থান সব কিছুই উনার হাত ধরে হয়েছে। মলংচোড় ইউনিয়নে শিক্ষার মান শুন্য থেকে শতভাগ করা,অসহায় গরীব মানুষকে মিথ্যা মামলা থেকে মুক্তি।জনসাধারণের জন্য এমন শত শত সামাজিক কার্যক্রম উনার অবদানে হয়েছে। মডেল হাইস্কুল সেতু নির্মাণ এমন অনেক কাজ উনি উনার মেধা দক্ষতা এবং শ্রমে মলংচোড়া ইউনিয়নবাসির জন্য নিয়ে আসছেন। আফসোস এবং দুঃখের বিষয় হলো ষড়যন্ত্র করে মলংচোড়া ইউনিয়নের মানুষের থেকে আলাদা করার জন্য মিথ্যা অভিযোগে আটক করা হয়েছে। আমরা মলংচোড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং উনার নিঃশর্তে মুক্তির দাবী করেন। আরো একজন লিখেন-মো. নুরনবী সিকদার (বাবুল প্রফেসর) পেশায় একজন কলেজ শিক্ষক। ২৩ বছর চেয়ারম্যান জীবনে তাঁর বিরুদ্ধে ফৌজদারী আইনে বর্তমানে একটি মামলাও খুঁজে পাওয়া যায়নি। অথচ ভোলার তজুমদ্দিন উপজেলার মলংচোড়া ইউনিয়নে শিক্ষা ক্ষেত্রে বিপ্লব ঘটানো, বেকারদের কর্মসংস্থানে অগ্রনী ভুমিকা পালনকারী,আইডল* ইউনিয়নের বেশী সংখ্যক লোকের প্রিয়ভাজন ব্যক্তিকে গতকাল বিনা অপরাধে গ্রেফতার করে জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে সংশ্লিষ্ট বাহিনী। তাঁর গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে ইউনিয়নের বহু সংখ্যক লোক বিষয়টি স্বাভাবিক হিসেবে মেনে নিতে পারেনি।অধ্যাপক নুরনবী সিকদারের সমর্থক বাবুল চেয়ারম্যান এর মুক্তির জন্য অনেকেই যার যার অবস্থান থেকে দাবী জানাচ্ছে। এবং আদালতে নেওয়ায় সময় টবগী রাস্তার মাথা গোল চত্বরে কয়েক হাজার লোক তাকে দেখার জন্য জড়ো হন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com