ফরিদগঞ্জে পুলিশ পরিচয় দেওয়া আন্ত:জেলা ডাকাত দলের তিনসদস্য গ্রেফতার করা হয়েছে। কাছ থেকে বিপুল পরিমাণ স্বর্ণ , নগদ ৯০ হাজার টাকা এবং ৭টি মুঠোফোন উদ্ধার করা হয়। একই সঙ্গে ডাকাতির কাছে ব্যবহৃত দুটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এই নিয়ে শুক্রবার সন্ধ্যায় ফরিদগঞ্জ থানায় প্রেসব্রিফিং করেন অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ কুমার দে।
এর আগে দুপুরে ফেনী থেকে রিপন, শািিকল ও তাহের নামে এই তিন ডাকাতকে গ্রেফতার করেন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক রুবেল ফরাজী। পুলিশ জানায়, এই তিন ডাকাকের বাড়ি লক্ষীপুর জেলায়। তাদের বিরুদ্ধে চাঁদপুর, কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষীপুর জেলায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।
গত দুদিন আগে তারা পুলিশ পরিচয় দিয়ে ফরিদগঞ্জ উপজেলার পূর্ব গাব্দেরগাঁও গ্রামে প্রবাসী শহিদউল্লাহ বাড়িতে ডাকাতি করে এই তিনজন।এই ঘটনায় মামলা হলে পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ডাকাতদের অবস্থান সনাক্ত করে।