ময়মনসিংহ ফুলপুর রহিমগঞ্জ মাটিচাপুর গ্রামের রাস্তায় অটো ছিনতাই করে নিয়ে যাওয়ার সময়
অটো ড্রাইভারের ডাক চিৎকারে এলাকা বাসির সহযোগিতায় তিন ছিনতাইকারী আটক। অটোওয়ালার বাড়ি তারাকান্দা থানার বানিয়ালা গ্রামে। তারাকান্দা থেকে ভাড়া নিয়ে আসে ছিনতাইকারীরা তিন বন্ধু। তারা গাজীপুর মাওনা ভাড়া বাসায় থাকে। তাদের মুখের জবানবন্দি ঠিকানা একজনের বাড়ী ফুলপুর পাটতলা , নাম
দেলোয়ার পিতা মৃত আলী হোসেন দুইজনের ঠিকানা ঈশ্বরগঞ্জ থানা । উচাখিলা ৭ নং রহিমগঞ্জ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার আসাদুজ্জামান রাহাত আকন্দ
ঘটনাটি প্রশাসনকে অবগত করে সাথে সাথে প্রশাসন চলে আসে ঘটনাস্থলে অটো ড্রাইভার সহ ছিনতাইকারীদের থানায় নিয়ে যায় পুলিশ যার যার এলাকায় রাতের বেলায় কোন অপরিচিত লোক দেখলে তার পরিচয় যাচাই করুন অপরাধী থাকলে পুলিশকে
খবর দিন আইন নিজের হাতে তুলে নিবেন না।