1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
পর্যটকদের নিরাপত্তার স্বার্থে শ্রীমঙ্গলে সোলার লাইট স্থাপন প্রকল্পের উদ্বোধন শেরপুরের ৭ গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত নেত্রকোনায় পাচারের সময় ভিজিএফের চাল জব্দ সীমান্ত যুব উন্নয়ন সংঘ (SZUS) পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরন নাগেশ্বরীতে ভুয়া সাংবাদিক গ্রেফতারের দাবিতে মানববন্ধন কুরআনের শাসন ব্যতীত জনগনের ভাগ্য পরিবর্তন সম্ভব নয়- এড. আব্দুল আওয়াল জামালপুরে সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা’র পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ কাঠালিয়ায় প্রেসক্লাবের আয়োজনে অসহায়দের মাঝে শিল্পপতি আরিফ হোসেনের ঈদ উপহার বিতরণ পটুয়াখালী ২২ গ্রামের ২৫ হাজার মানুষ করছেন ঈদুল ফিতর আসন্ন ঈদ উপলক্ষে খাদ্য-সামগ্রী বিতরণ করল ফ্রেন্ডস ফাউন্ডেশন

রায়পুরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে
রায়পুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাংবাদিক চৌধুরী খোরশেদ আলম রনিকে নিয়ে বিরূপ মন্তব্য করে একটি ভিডিও পোস্ট করার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
সোমবার (২৪ মার্চ)  বিকেলে  ভুক্তভোগী সাংবাদিক খোরশেদ আলম রায়পুর থানায় এই জিডি করেন। যাহার জিডি নং ১২৬৫ /২৪,০৩,২০২৫। সাংবাদিক খোরশেদ আলম রনি রায়পুর প্রেস ক্লাবের একজন সদস্য, তিনি দৈনিক আজকের বাংলা পত্রিকা রায়পুর প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
জানা যায়, গত শনিবার ২২ই মার্চ ভোর ৪.টার নাগাদ Ricky Rohan, RJ Kebria Ahmmed, নতুন সূর্য সৈনিক,  গাঁর তেঁরাঁ, Raju Ahmed  নামের ফেক আইডি থেকে এই ভিডিও পোস্ট করা হলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সাংবাদিক খোরশেদ রনি বলেন,সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমার একটি ১২ সেকেন্ডের ভিডিও  দিয়ে কিছু অসাধু ব্যক্তি ফেক আইডির মাধ্যমে  আমার নামে মিথ্যা প্রপাকাণ্ড ছড়াচ্ছে। এই আইডি গুলোর বিরুদ্ধে আমি গত ২৪ ই মার্চ ২০২৫ তারিখে থানায় একটি জিডি করেছি।
গণনাস্থলে থাকা ইমাম হোসেন মামুন বলেন, সোশ্যাল মিডিয়ায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে আপত্তিকর মন্তব্য করে, ভুল ব্যাখ্যায় রনির এবং আমার ছবি সম্বলিত ভিডিও অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। ভিডিওর মূল গঠনা ছিলো গত ৪/৫ মাস আগে আমার বাড়ির পাসের একটা পারিবারিক জামেলায় আমাদের কে শালিস ধার তথা  মিডিয়া হিসেবে নিওয়া হয় গঠনা শুনার মধ্য দিয়েই তাদের বাদী/বিবাদীর তর্কবিতর্ক শুরু হয় এবং হাতাহাতি হয় আমরা মিডিয়া হিসেবে তাদের থামাতে গেলে রনির বুকে একটি ধাক্কা লাগে এবং রনি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লোরে পড়ে যায় ওই পড়ে যাওয়ার গঠনাটি তাদের মধ্যে কেউ একজন মোবাইলের ক্যামেরায় ধারণ করে।  এবং ভিডিও ধারণা কালে পাস থেকে মহিলার কন্ঠে একটি ভয়েজ আসে হেইয়া হেইয়াগে পিছন দিয়ে ঝড়াই ধরে। এই দরাদরি বাদি-বিবাদির মধ্যে হয় কিন্তু কিছু কুচক্রী মহল এটা সালিশদর তথা মিডিয়ার উপর চাপানোর চেষ্টা করে  ফেক আইডি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করে।
ভিডিওতে যাদের ভিকটিম বানানো হয় তাদের কাছে জানতে চাইলে তারা বলে একটি আমাদের  পারিবারিক বিষয় আমাদের নিজেদের মধ্যে হাতাহাতি হয় তারা থামাতে গেলে তাদের গায়ে ও ধাক্কা লাগে আমাদের জমিজমা সংক্রান্ত বিষয় ছিলো কিন্তু ভুল ব্যাখ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে সম্মানহানি করা হয়েছে।আমরা আইনি প্রতিকার আশা করছি।
এবিষয় যানতে চাইলে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজান উদ্দীন ভূঁইয়া বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com