রাজশাহী জেলার মোহনপুর উপজেলার ২ নং হাসি গ্রাম ইউনিয়ন এর বিল কুমারী বিলে শেয়ারদারের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে অভয় হালদার এর বিরুদ্ধে।গত মৌসুমে বিল কুমারী বিল কে কে কেন্দ্র করে অভয় হালদার ৪৫০ জন শেয়ারদার এর কাশে থেকে শেয়ার নেয়। কিন্তু গত মৌসুমে কাউকে টাকা না দিয়ে।নিজে ৩৮ লাখ টাকার শেয়ার মেরে খায়। ভুক্তভোগী ব্যাক্তিরা বার বার তার সাথে যোগাযোগ করলেও সে ওলটো বলে টাকা তাদের দিয়ে দিয়েছে। আমি ও তাকে ফোন এ যোগাযোগ করলে সে বলে আমার বিরুদ্ধে যা রিপোর্ট লেখার লেখেন আমি টাকা ওদের দিয়ে দিয়েছি।
পরে ঘটনার সত্যতা পাওয়া যায় যে অভয় হালদার কাউকে টাকা না দিয়ে অতৎসাত করে।