বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১০ম আসরের ৭ম ম্যাচে মুখোমুখি হয়েছে সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্স। আগে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়া সিলেট স্ট্রাইকার্স বলার মতো পুঁজি পেয়েছে দুই বিদেশির ব্যাটে ভর করে ৬৮ রানের জুটিতে মান বাঁচলো সিলেটের
হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। মোহাম্মদ মিঠুন চার হাঁকিয়ে ঝড়ো শুরুর ইঙ্গিত দিলেও ৫ রান করে দলীয় ১৩ রানে সাজঘরে ফিরতেই বিপর্যয়ের শুরু।
অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা (৬) ওয়ান ডাউনে নেমে কিছু বুঝে ওঠার আগেই রানআউট হন। এরপর একে একে ইয়াসির আলী (৯), জাকির হাসান (১) ও ওপেনার নাজমুল হোসেন শান্ত (২৪ বলে ১৪ রান) বিদায় নিলে খেই হারায় সিলেট।
৩৯ রানে ৫ উইকেট হারানোর পর দলের হাল ধরেন ইংল্যান্ডের বেনি হাওয়েল ও অস্ট্রেলিয়ার বেন কাটিং। ষষ্ঠ উইকেটে দুজনে গড়েন ৬৮ রানের জুটি, যা ম্যাচে ফেরায় সিলেটকে। ৩১ বলে ৩১ রানের ইনিংস খেলে কাটিং বিদায় নিলেও শেষ অবধি রানের চাকা সচল রাখার চেষ্টা করে যান হাওয়েল।
ইনিংসের শেষ ওভারে বিদায় নেওয়ার আগে ৩৬ বলের মকাবেলায় ৪৩ রান করেন হাওয়েল, হাঁকান ৪টি চার ও ১টি ছক্কা। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২০ রান দাঁড়ায় সিলেটের সংগ্রহ।
এই ম্যাচে রংপুরের জার্সিতে খেলছেন পাকিস্তানি তারকা বাবর আজম, দুর্দান্ত এক রান আউটে যিনি শুরুতেই আলো কেড়েছেন। রংপুরের পক্ষে শেখ মেহেদী হাসান ও রিপন মণ্ডল দুটি করে উইকেট শিকার করেন।