আজ মঙ্গলবার জেলা সদরের ১৮টি বিদ্যালয়ের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থীদের মাঝে সেনাবাহিনীর উদ্যোগে বান্দরবান রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ প্রধান অতিথি থেকে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর সদর জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম মাহমুদুল হাসান, রিজিয়নের কর্মকর্তা মেজর রিয়াদ হোসেন, মেজর সাইক উজ্জামান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, শহর মডেল স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ সোহেল আজাদ সহ আরো স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষার্থীদের খাতা, কলম, রং পেন্সিল, পানির ফ্লাক্স, টিফিন বক্স ও স্কুলব্যাগ সহ বিভিন্ন উপকরণ দেয়া হয়।
দূর থেকে আসা শিক্ষার্থীরা শিক্ষা উপকরণ পেয়ে খুব খুশি হয়েছে। বিদ্যালয়ের শিক্ষকরা বলেন এটি একটি ব্যতিক্রমী এবং প্রশংসনীয় উদ্যোগ, অসহায়ও গরিব ছাত্রছাত্রীদের শিক্ষা উপকরণ কেনা খুব কষ্ট।।