অবৈধ ভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে, ফেনী সদর লেমুয়া ইউনিয়ন দ:চাঁদপুর গ্রামে গত কাল গভীর রাত ১টার সময় অভিযান পরিচালনা করেন সজীব তালুকদার সহকারী কমিশনার ভুমি ও এস্কিকিউভ ম্যাজিস্ট্রেট।নদীর পাডে সরকারি জমির মাটি কেটে পরিবেশ, প্রতিবেশী ওজীববেচিএ্যের প্রতি হুমকি সৃষ্টি করায় ৬ জনকে গ্রেফতার করা হয়।অপরাধের মাএা অনুযায়ী অপরাধ প্রতিরোধ ও প্রতিকার অনুযায়ী ভুমি অপরাধ প্রতিরোধ আইন মোতাবেক ২০২৩ সালে ১৩ ধরায় নদী তীরবর্তী মাটি কাটায়, মোহাম্মদ জয়নাল আবেদিন ৫২কে ৪ চার মাসের কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমান,মোহাম্মদ ইসমাইল ৩৫কে ৩ মাসের কারাদণ্ড ও২৫ হাজার টাকা জরিমানা এবং মোহাম্মদ সাদ্দাম ৩৩ কে ৩ মাসের কারাদণ্ড ও মোহাম্মদ আরিফ ৩৫ কে, মোহাম্মদ ইস্রাফিল ২৩ কে,ও মোহাম্মদ জাহাঙ্গীর ৩৫ এ তিন জন প্রত্যেক কে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় মাটি কাটার ১ টি এস্কেভেটর ও ২ টি ট্রাক জব্দ করা হয়।এস্কেভেটর আনার সুযোগ না থাকায় বিনষ্ট করা হয়।এবং ট্রাক ২ টি হেফাজতে রাখা হয়।এ সব গনশত্রুদের দৌরাত্ম্যে একদিকে উর্বর জমি বিলিন হচ্ছে,অন্য দিকে নদী, খাল,ভাঙ্গনের আশন্কা করছে স্হায়ী জনগন।এতে হুমকির মুখে পড়ছে এলাকার জীববৈচিত্র্য তেমনী ক্ষতিগস্ত হচেছ পরিবেশ ভারসাম্য। মাটি দস্যুদের দৌরাত্ম্য ফেনী সদরে আশন্কা জনক হারে উর্বরতা হরাচেছ ফসলি জমি। মাটি ব্যবসায়ীদের কাছ থেকে বাদ যাচ্ছে না ফসলি জমি,মালিকানা,খাস জমি,নদী,খাল,। এলাকা বাসীর দাবী এখন থেকে এর প্রতিকার করতে হবে।