কুরআন তিলাওয়াত, ইসলামী সংঙ্গীত ও দেশের গান পরিবেশনার মধ্যে দিয়ে লক্ষ্মীপুরের বশিকপুর দারুল ইরফান ইন্টারন্যাশনাল একাডেমীতে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। রবিবার সকালে সদর উপজেলার বশিকপুর বাজার প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় প্রতিষ্ঠানটির শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো: মিজানুর রহমানের সভাপতিত্বে পিঠা উৎসবের উদ্বোধন করেন, বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাহফুজুর রহমান।
এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর প্রাইভেট স্কুল এসাসিয়াশানের সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর ন্যাশনাল আইডয়াল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ, সংগঠনটির জেলা সহ-সভাপতি ও লক্ষ্মীপুর হলি গার্লস স্কুল এন্ড কলেজের কর্ণধার রেজাউল করিম সুমন, রোকনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন, বশিকপুর স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল বাছেত ও বশিকপুর বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী।
এসময় বাঙ্গালীর ঐতিহ্য ধরে রাখতে পিঠা উৎসবের এধরনের আয়োজন ধরে রাখায় প্রতিষ্ঠানটির ভূঁয়সী প্রশংসা করেন অতিথিরা। পরে অতিথিরা মেলায় অংশ নেয়া প্রায় দশটি স্টল ঘুরে দেখেন ও শিক্ষার্থীদের হাতে তৈরি হরেক রকমের পিঠার স্বাদ উপভোগ করেন।