মঙ্গলবার ( ০১ জুলাই ) বিকাল ৫ টায় টিকরকান্দি বাজার সংলগ্ন মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে বন্ধু ফুটবল একাদশ
বনাম জিহাদ ফুটবল একাদশ মধ্যকার ফাইনাল খেলাটি গোল শূন্য ড্র হয়ে ট্রাইবেকারে গড়ায় ।পরে জিহাদ ফুটবল একাদশ বন্ধু ফুটবল একাদশকে ট্রাইবেকারে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলার ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন মোঃ আরাফাত হোসেন।
উক্ত ফাইনাল খেলায় রেফারী হিসাবে পরিচালনা করেন জনাব মোঃ বায়েজিদ বোস্তামী খান (লিয়ন)।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোঃ ফরহাদ হোসেন মনির,সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন জনাব ওসমান গনি,
এছাড়াও আরো বিশেষ অতিথি জনাব আশরাফ হোসেন, সাবেক কাউন্সিলর সোহেল রানা সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরিশেষে টিকরকান্দি স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ফাইনাল খেলা উপভোগ করার জন্য দর্শকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।