টাঙ্গাইলে বাসাইলে প্রবাসী ও দেশীদের মধ্যকার প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জুলাই) বিকেলে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কাঞ্চনপুর ছনকাপাড়া মাঠে প্রবাসী বনাম দেশীদের মধ্যকার ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে ৩-১ গোলে প্রবাসীদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দেশী দল। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মামুন অর রশীদ খান।খেলার উদ্বোধন করেন কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক কামরুল ইসলাম। নওশের আলীর সভাপতিত্বে ও সাইদুর রহমান খোকনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য কামরুল ইসলাম , ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য জুয়েল রানা,মহিলা ইউপি সদস্য তাসলিমা আক্তার,কাঞ্চনপুর ছনকাপাড়া জামে মসজিদ মাদরাসার সভাপতি আব্দুল ওহাব খান,মুজিব হাবিব ইসলামিয়া দাখিল মাদরাসা সহকারী শিক্ষক আব্দুল জলিল মিয়া, বাসাইল প্রেসক্লাবের ক্রিয়া সম্পাদক সাইফুল ইসলাম,বাসাইল রিপোটার্স ইউনিটির যুগ্ম সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, ক্রীড়া সংগঠক মজনু মিয়া, সমাজসেবক মাসুদ রানা, সাংবাদিক মিনহাজ উদ্দিন সুমন, সমাজসেবক নুরু মিয়া, আলফাজ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।