এক বছর পর আবারও জুনিয়র সিনিয়র গতকাল (২৫-শে জুলাই)২০২৫ইং তারিখ রোজ:শুক্রবার বিকেলে,এক প্রীতি ফুটবল ম্যাচ খেলার আয়োজন করা হয়।রাজবাড়ী পৌরসভার ২নং ওয়ার্ডে মো:মোশারফ এর ইট ভাটার মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। রাজবাড়ী পৌরসভার বর্তমানে অনেক ওয়ার্ড বা এলাকায় মাঠ না থাকায়,খেলাধুলা কালে কালে হারিয়ে যাচ্ছে।ওয়ার্ডে ওয়ার্ডে একটি করে মাঠের ব্যবস্থা থাকলে,হয়তো আমাদের রাজবাড়ীর যুবসমাজের আগামী দিনের যারা ভবিষ্যৎ তারা শারীরিক মানসিক সহ এবং সবার মাঝে ভালোবাসাটা আরও বেশি বৃদ্ধি পেতো।খেলাধূলার বিনোদনটা সবখানে ছড়িয়ে পড়ুক রাজবাড়ীবাসী সেটাই চায়।মাঠে নিয়মিত খেলাধূলার ব্যবস্থা থাকলে,অনেকে অনেক খারাপ পথ থেকে দূরে থাকতো।মাঠে খেলা,ব্যায়ম,দৌড় এই তিনটা জিনিস মানুষকে ফিট রাখে,মানসিক গঠন আরও সুন্দর হয় এবং সেই সাথে সমাজের কিশোর,যুবকরা ভালোর পথেই বেশি অগ্রসর হতো।আগামীতে রাজবাড়ী পৌরসভার মধ্যে মাঠের সংখ্যা বৃদ্ধি পাবে সেই প্রত্যাশা করে রাজবাড়ীবাসী।উক্ত ফুটবল খেলায় উপস্থিত ছিলেন,রাজবাড়ী পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর-জনাব আব্দুল্লাহ আল মামুন সম্রাট।খেলার মাঠের চারিপাশে রাজবাড়ীর অনেক এলাকার ছোট,বড়,ময়-মুরুব্বীসহ অনেক দর্শক বৃন্দ উক্ত খেলা উপভোগ করেন। খেলার ফলাফল নির্ধারিত সময়ে ২-২ গোলে শেষ করা হয়।