বগুড়ার নন্দীগ্রামে গত ১৫ই সেপ্টেম্বর দুপুর ১২টায় বগুড়া ডিসি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ উপলক্ষে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগ খেলোয়ারদের মাঝে জার্সি বিতরণ করা হয়। জার্সি বিতরণ কালে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক মোসাঃ লায়লা আঞ্জুমান বানু, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার,উপজেলা যুব উন্নয়ন অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ আফতাব উদ্দীন,পৌর নির্বাহী অফিসার মোঃ শাহিন মাহমুদ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সরদার মোঃ ফজলুল হক, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য প্রভাষক মোঃ জাকারিয়া লিটন, টিম ম্যানেজার মোঃ সোলাইমান আলী প্রমূখ।