চুয়াডাঙ্গার দর্শনা-জয়নগর চেকপোস্ট হয়ে ভারতে প্রবেশের সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও শিক্ষানবিশ আইনজীবী এস এম মুনিরকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে দর্শনা-জয়নগর ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে দর্শনা থানায় হস্তান্তর করে। দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর দৈনিক দেশ বুলেটিনকে নিশ্চিত করে বলেন, আটক মুনির চিকিৎসার জন্য ভারতে যাচ্ছিলেন বলে দাবি করেছেন। তবে তার বিরুদ্ধে একটি মারামারির মামলা চলমান রয়েছে। তিনি বলেন, “মামলাটি রাজনৈতিক না। ব্যক্তিগত দ্বন্দ্বজনিত। এ ছাড়া তিনি আইনজীবী পেশার সঙ্গে জড়িত বলে জেনেছি। গ্রেপ্তারের ঘটনাটি জানিয়ে ইতোমধ্যে গোপালগঞ্জ জেলা পুলিশকে অবহিত করা হয়েছে। তাদের টিম এলে তাকে হস্তান্তর করা হবে।”