দিনাজপুর-৬ (নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর ও ঘোড়াঘাট) সংসদীয় আসনের রাজনীতিতে এক উজ্জ্বল নাম — জননেতা এজেএম সাহাবুদ্দিন সুজন।
একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, সাবেক ছাত্রদল সভাপতি, স্বেচ্ছাসেবক দলের জনপ্রিয় সাধারণ সম্পাদক এবং নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক — এই দীর্ঘ রাজনৈতিক যাত্রায় তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন ত্যাগী, আপসহীন ও মানবিক নেতা হিসেবে।
দলের কঠিন সময়ে রাজপথে নির্ভীক উপস্থিতি, সংগঠনের প্রতি নিবেদন এবং সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার তাঁকে দিনাজপুর-৬ এর মানুষের হৃদয়ে স্থায়ীভাবে স্থান করে দিয়েছে। ফ্যাসিস্ট শাসনামলে ১৭টি রাজনৈতিক মামলার আসামী হয়েও তিনি কখনও পিছিয়ে যাননি; বরং প্রতিটি বাধাকে করেছেন দৃঢ়তার পরীক্ষায় উত্তীর্ণ।
তার নেতৃত্বে নবাবগঞ্জ উপজেলা বিএনপি পেয়েছিল নতুন গতি ও সংগঠিত রূপ। কর্মীদের মাঝে তিনি ছিলেন প্রেরণার প্রতীক — যিনি তৃণমূল থেকে নেতৃত্বকে শক্ত ভিত দিয়েছেন।
সহজ-সরল ও বিনয়ী এই মানুষটি রাজনীতির বাইরে একজন প্রকৃত সমাজসেবক। মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো, অসহায়দের সহায়তা করা, তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করা ও কর্মসংস্থানের প্রচেষ্টা চালানো — এই সবই তার জীবনের অঙ্গ।
দিনাজপুর-৬ এর তৃণমূল বিএনপি ও সাধারণ জনগণের প্রত্যাশা— আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে দেখতে চান জননেতা এজেএম সাহাবুদ্দিন সুজনকে।
তার রাজনৈতিক প্রজ্ঞা, ত্যাগ, আদর্শ ও মানবিকতা ইতোমধ্যেই নতুন প্রজন্মের কাছে হয়ে উঠেছে এক অনুপ্রেরণার প্রতীক।