ইশ্বরগঞ্জ-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জনাব লুৎফুল্লাহেল মাজেদ বাবুর দিকনির্দেশনায় আঠারোবাড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে এক কর্মী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বিএনপি নেতাকর্মী, সাধারণ জনগণ ও সমর্থকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। প্রধান অতিথিদের বক্তব্যে উঠে আসে ঐক্য, গণতন্ত্র ও ধারাবাহিক আন্দোলনের গুরুত্ব।
ইশ্বরগঞ্জ উপজেলা কৃষক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক লুৎফুর রহমান খান মিল্কান বলেন,
“ভেদাভেদ ছেড়ে একই ছাতার নিচে এসে ঐক্যমত্যে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে।” আঠারবাড়ি ডিগ্রি কলেজের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বিএনপি নেতা মো. বাবুল বলেন, “বিগত ১৭ বছর ছন্নছাড়া থাকতে হয়েছে। এখন সময় এসেছে শহীদ জিয়ার আদর্শ ধারণ করে একতাবদ্ধভাবে এগিয়ে যাওয়ার।”
বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের ইশ্বরগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ বলেন,
“ধানের শীষকে জয়যুক্ত করতে হলে ঐক্যের বিকল্প নেই।” বিএনপি যুবদল নেতা আল-আমিন বলেন,
“বহু ত্যাগের পর আজ আমরা আলোর মুখ দেখতে পাচ্ছি। এই ঐক্য ধরে রাখতে হবে।”
সভায় বিএনপি নেতা দিনাজ মিয়া বলেন, “ভেদাভেদ নয়, পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই ধানের শীষকে বিজয়ী করা সম্ভব। অতীতে বহু মামলা-হামলার শিকার হয়েছি, সমর্থকরাও হয়েছেন হয়রানির শিকার।” এবং অপর দুই নেতা মানিক মিয়া ও মো. আবুল কাশেম হান্নান বিশ্বাস প্রকাশ করেন যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লুৎফুল্লাহেল মাজেদ বাবু বিপুল ভোটে বিজয়ী হবেন।
ইউনিয়ন সদস্য–সচিব প্রার্থী হাদিছ মিয়া বলেন,
“লুৎফুল্লাহেল মাজেদ বাবু শুধু রাজনীতিবিদ নন, তিনি মানুষের ভালোবাসায় বেড়ে ওঠা জননেতা। তাঁর সততা, ন্যায়পরায়ণতা ও জনগণের প্রতি নিবেদিত মনোভাব তাঁকে এমপি হওয়ার যোগ্য করে তুলেছে।”
আলোচনা সভায় আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ আন্দোলন ও ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।