সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে দলের চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উল্লাপাড়া ডিগ্রি কলেজ মাঠে পৌর বিএনপি নেতা নুরুল ইসলাম নুরীর সভাপতিত্বে এবং কে. এম মাহবুবের সঞ্চালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম. আকবর আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম মিস্টার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস ছালাম, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আরজ আলী শান্ত, উপজেলা বিএনপির সাবেক সদস্য মিজানুর রহমান বাবু, সাবেক সদস্য আলাল হোসেন জিন্নাহ, পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র বেলাল হোসেন, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মকুল হোসেন, জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক নেয়ামুল হাকিম সাজু, পৌর বিএনপির সাবেক সদস্য আশরাফুল ইসলাম মিন্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ ছাড়াও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু শাহীন রেজা, যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক শাহ জালাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আবু হাসান অভি, বর্তমান ভারপ্রাপ্ত আহ্বায়ক আরিফুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এরশাদ বিন মজিদসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশ নেন।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মাহফিল শেষে উপস্থিত নেতৃবৃন্দ দলীয় নেত্রীকে সুস্থ রাখতে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন এবং দলীয় ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানান।