নেত্রকোনার দুর্গাপুরে বুধবার সন্ধ্যায় কাচারি মোড় ও দক্ষিণপাড়া মোড়ের মাজামাঝি এলাকায় লড়ির চাপায় উপজেলার বাকলজোড়া ইউনিয়নের নগরসিংহা গ্রামের রায়হান উদ্দিন খলিফার ছেলে মেহেদী হাসান শাকিল (২৭) নামের মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এর ছাত্রের মৃত্যুর হয়েছে।
নিহতের আত্মীয় স্বজন সূত্রে জানাযায়, নিহত মেহেদী হাসান শাকিল সন্ধ্যা ৬টার দিকে তার চাচাত ভাইয়ের মোটরসাইকেল নেওয়ার জন্য সে এবং তার ছোট ভাই রাকিব দুর্গাপুর পৌরশহর আসে। দুটি মটরসাইকেলে করে দুইভাই বাড়ি ফেরার পথে সন্ধ্যায় কাচারি মোড় ও দক্ষিণপাড়া মোড়ের মাজামাঝি এলাকায় সামনের মোটরসাইকেলে থাকা মেহেদী হাসান শাকিল একটি অটো রিক্সায় ধাক্কা লেগে পরে যায় তৎক্ষণাৎ পেছনে থাকা নিয়ন্ত্রণহীন একটি লড়ি মেহেদী হাসান শাকিল কে চাপা দিলে ঘটনাস্থলেই মেহেদী হাসান শাকিলের মৃত্যু হয়। পরে স্থানীয় উপস্থিত জনতা পুলিশকে খবর দিলে পুলিশ এসে নিহত মেহেদী হাসান শাকিলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের গ্রামবাসী জানান, নিহত মেহেদী হাসান শাকিল ছিলো একজন মেধাবী ছাত্র এবং এলাকায় অত্যন্ত ভালো মনের মানুষ হিসাবে সকলের নিকট পরিচিত। তার ৪মাসের একটি মেয়ে সন্তান রয়েছে আজ সে এতিম হয়ে গেলো। শাকিলের এমন মৃত্যুতে আত্মীয় স্বজন ও এলাকাবাসীর মাঝে চলছে শোকের মাতন।
নগরসিংহা নিবাসী অনিক মিয়া দুঃখ ও খোঁভ প্রকাশ করে বলেন, প্রতিনিয়ত দুর্গাপুর-শ্যামগঞ্জ সরকে বেপরুয়া এসব ট্রাকের চাপায় শত শত মানুষ প্রাণ হারালেও প্রশাসন সহ কারোরই টনক লড়ছে না। আমরা শাকিল এর মত আর একটি প্রাণও যেন এই সড়কে না ঝরে সেজন্য যথাযথ ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাই।
এ ব্যাপারে দুর্গাপুর সার্কেল অফিসার মোঃ আক্কাস আলী জানান, নিহতের লাশ থানা হেফাজতে আছে। নিহতের আত্মীয় স্বজনরা লাশ ময়নাতদন্ত নাকরেই নিয়ে যেতে চাচ্ছে। তবে পুলিশ ময়নাতদন্ত করাতে চায়। ঘাতক ট্রাকটিকে থানায় আটক রাখা হয়েছে। চালক দুর্ঘটনা হওয়ার পরপরই পলাতক। তবে লাশটির ময়নাতদন্তের জন্য জেলা পুলিশের উদ্বর্তন কর্তৃপক্ষের সাথে কথা বলে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।