বরগুনার আমতলীতে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমতলী উপজেলার সাবেক সভাপতি জালাল উদ্দিন ফকির এর নেতৃত্বে আনন্দ মিছিলে হাজার হাজার জনতা সারা দিলে তা জনসমাবেশে পরিনত হয়েছে।
রবিবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালালাল উদ্দিন ফকিরের নেতৃত্বে আমতলী বকুলনেছা মহিলা কলেজ রোড থেকে হাজার হাজার দলীয় নেতাকর্মীরা আনন্দ মিছিল নিয়ে আমতলী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আমতলী চৌরাস্তায় এসে সমাবেত হয়।
আনন্দ মিছিল ও আলোচনা সভায় অংশগ্রহন করেন আমতলী উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, মটরচালকদল, মহিলাদলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা আনন্দ মিছিলে অংশগ্রহন করেন।
এ সময় মিছিলে আসা নেতৃবৃন্দরা বলেন, আমতলীতে জালাল উদ্দিন ফকির মানেই বিএনপি আর বিএনপি মানেই জালাল উদ্দিন ফকির। তিনি স্বৈরাচার শেখ হাসিনার আমলে আমতলীতে বিএনপির হাল দরেছে এবং বিএনপির নেতৃবৃন্দদের পাশে থেকেছে। আমতলীতে স্বৈরাচার শেখ হাসিনার দোষরদের চক্রান্তের কারনে দল তাকে বহিস্কার করেছে আমার চাই তার বহিস্কার আদেশ প্রত্যহার করে স্বপদে বহাল করার।
আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন ফকির বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম না হলে বিএনপির জন্ম হতো না। আমরা স্বৈরাচার শেখ হাসিনার আমলে ঘরে থাকতে পারি নাই। বিভিন্ন মামলা হামলা শিকার হয়েছি। প্রশাসনের উদ্দেশ্যে বলেন আমতলীতে এখনো আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিভিন্ন স্থানে দেখা যায় আমরা তাদের গ্রেফতারের দাবী যানাই। স্বৈরাচার শেখ হাসিনার দেশ ছেড়ে পালিয়েছে। আমরা আমতলী উপজেলা বিএনপির নেতাকর্মীরা কোন অন্যায় অত্যাচার করব না। আমরা এমন কোন কিছু করব না যাতে বিএনপি’র ভাবমূর্তি নষ্ট হয়।
আনন্দ মিছিল শেষে আলোচনা সভায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্টপ্রতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।