দীর্ঘদিন কারাভোগ শেষে রাজপথে সক্রিয় অংশগ্রহণকারী এই আলেম বিএনপি’র কর্মসূচিতে যোগ দিয়ে দলের তৃণমূল নেতা-কর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সঞ্চার করেছেন। তিনি র্যালিতে অংশ নিয়ে বলেন, “গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের অধিকার রক্ষায় বিএনপি’র নেতৃত্বে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে।”
র্যালিটি শান্তিপূর্ণভাবে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখর ছিল পুরো পরিবেশ। মাহমুদুল হাসান শামীম ছাড়াও স্থানীয় ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন।
বক্তব্যে শামীম আরও বলেন, “আমার কারাবরণের অভিজ্ঞতা আমাকে সংগ্রামের শক্তি দিয়েছে। এই রাষ্ট্রকে জনগণের রাষ্ট্রে রূপান্তর করতে হলে আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যেতে হবে।”
দলের নেতাকর্মীরা জানান, কারানির্যাতিত এই নেতার উপস্থিতি দলীয় মনোবলে নতুন জোয়ার এনেছে। তারা বিশ্বাস করেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে শামীমের মতো সাহসী নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।