১৫,১৬ ও ১৭ ফাল্গুন ৩দিন ব্যাপি আয়োজন করা হয়েছে। ঐতিহ্যবাহী হরিনাম মহা সংকীর্তন এই গ্রামে দেশ স্বাধীনতা হওয়ার পর থেকেই প্রতি বছর ফাল্গুন মাসে য়োজন করা হয়,, এই মহা সংকীর্তনটিতে হাজার হাজার সনাতনী ভক্তবৃন্দ অংশগ্রহণ করে পূণ্য লাভের আশায়,, আশে পাশের সকল সনাতনী এই উৎসবে অংশগ্রহণ করে আনন্দ উপভোগ করে,উৎসবটির মধ্যের দিন আগত সকল ভক্তবৃন্দের জন্য মহা প্রসাদের ও আয়োজন করেন, উৎসবটি হালালপুর গ্রামের চন্ডীগাছতলা আয়োজন করা হয়!! উৎসবটি আয়োজন করেন – হালালপুর, কলমা ও আচানপুর গ্রামের দ্বীন ভক্তবৃন্দ।