কুষ্টিয়া ২ আসনে বিএনপি থেকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন চাইবেন কি-না জানতে নেতা-কর্মী ও জনতার মতামত নিলেন প্রফেসর ড. সাইফুল ইসলাম রিকেট।
আজ ১৩ ই সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া ভেড়ামারার উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের নিজ বাসভবন ধানশীষ হাউসের সামনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে সম্ভাব্য জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রধান প্রফেসর ড. সাইফুল ইসলাম রিকেট বিএনপি থেকে দলীয় মনোনয়ন চাইবেন কিনা সে বিষয়ে নেতা-কর্মী-সমর্থক ও সাধারণ জনগণের মতামত নেওয়া বিষয়ক আলোচনা সভায় তিনি খোলামেলা কথা বলেন।
কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে তিনি প্রার্থী হতে চান। দল থেকে মনোনয়ন পেলে তিনি কি করবেন ও তার পারিবারিক রাজনৈতিক পরিচয় তুলে ধরেন। পরে সাংবাদিকদের কাছে তিনি ব্রিফ করেন। মতামত সভায় তিনি ছাড়াও
বক্তব্য রাখেন, এ্যাডভোকেট বুলবুল আহমেদ শামিম, উপজেলা বিএনপির সদস্য মনিরুল আলম দুলাল, ড. জাহিদ হাসান রিপক। এ ছাড়াও অনেকে বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে বলেন দল থেকে যেই মনোনয়ন পাবে সকলেই আমরা সকল ভেদাভেদ ভুলে জয়লাভ করতে ঐক্যবদ্ব হয়ে কাজ করতে হবে বলে আহবান জানান।