মুন্সীগঞ্জের গজারিয়ায় নানান আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে উপজেলা বিএনপি ও বিভিন্ন অংগ সংগঠনের নেতা কর্মিরা। আয়োজনের প্রধান অতিথি জেলা বিএনপি সেক্রেটারি জনাব মো: মহিউদ্দিন সাহেব। ১ লা সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী হলেও কেন্দ্রিয় নির্দেশনায় তারা প্রগ্রাম করে জেলা বিএনপির কার্যালয়ে। ১ তারিখে জেলা পর্যায়ে প্রগ্রাম থাকার কারনে অন্যান্য দিন একেক উপজেলায় প্রগ্রাম করে। তার ধারাবাহিকতায় আজ (৪ সেপ্টেম্বর) গজারিয়া থানার ভবের চর ঈদ গা মাঠ সহ হাই ওয়ে রাস্তার পাশে গজারিয়ায় সবচেয়ে বেশি জনবল নিয়ে প্রগ্রাম করার রেকর্ড করে বলে গজারিয়া বাসি জানিয়েছে। উক্ত অনুষ্ঠানের সভাপতি থানা বিএনপির আহবায়ক জনাব সিদ্দিক উল্লাহ ফরিদ সাহেব।
উক্ত অনুষ্ঠানের শ্রেষ্ঠ আয়োজক ও বিশেষ অথিতি জেলা যুব দলের সাবেক সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সহ – সভাপতি জনাব মো: মজিবুর রহমান।
উক্ত প্রোগ্রামের সার্বিক সহযোগিতায় এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা ছাত্র দলের সাবেক সভাপতি ও কেন্দ্রিয় ছাত্র দলের সহ- সভাপতি (ঢাকা বিভাগের দ্বায়িত্ব) জনাব আমিনুল ইসলাম জসিম সহ মুন্সীগঞ্জ জেলা সহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্র দল, সেচ্ছাসেবক দল, মৎস্য দল ও তাতী দল সহ বিএনপির সকল অংগ সংগঠনের নেতা কর্মি সহ সকল গ্রাম থেকে আগত আম জনতা ডোল, বাদ্য যন্ত্র, তবলা, হারমুনি, বাশি সহ গত ১৭ বছরের দু:খ কষ্ট ভুলে সবাই ভবের চর জনসভায় আসে। ৫ পাচ বার নির্বাচিত সংসদ সদস্য জনাব আবদুল হাই সাহেবের গজারিয়ার উন্নয়নের কথা স্মরণ করে তার ছোট ভাই মহিউদ্দিন সাহেবের উৎসাহ উদ্দিপনায় সকলে ঈদের আনোন্দের মতো আজকের জনসভায় উপস্থিত হন। উক্ত প্রোগ্রাম শেষে প্রধান অতিথি তার বয় বড় ভাই আবদুল হাই সাহেবের জন্য দোয়া চেয়ে ও সুস্থতা কামনা করে গজারিয়া বাসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অনুষ্ঠানে তার বক্তব্য শেষ করে। সর্ব শেষ সভাপতি অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।