চাঁপাইনবাবগঞ্জ শহরের সনাতন ধর্মালম্বী ২৫ জন বিভিন্ন পেশার মানুষ বাংলাদেশ জামাত ইসলামী দলে যোগদান করেছেন।
১৪ সেপ্টেম্বর রবিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে প্রাথমিক সদস্য ফরম পূরণের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান। শ্রী সুমন কর্মকর তাহার নেতৃত্বে এই ২৫ জন জামায়াত নেতা অধ্যাপক লতিফুর রহমানের মাধ্যমে দলে যোগ দেন। যোগদানকারীরা সবাই চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাদের মধ্যে রয়েছে শ্রী সুমন কর্মকার সাহা, শ্রী চন্দন দাস, সুকুমার পরামানিক, বক্ষনাথ ঠাকুর, শ্রী সুদর্শন মন্ডল, জয়নাল চৌধুরী, লাল চৌধুরী, কানাই চৌধুরী, ভরত চৌধুরী, বাবলু মন্ডল, সতীশ মন্ডল, মিতু মন্ডল, সুমন মন্ডল, দোলন মন্ডল প্রমুখ।
কয়েকজন বয়স্ক লোক মন্তব্য করে বলেন, একাত্তরে যে সনাতন ধর্মীরা ইন্ডিয়া পালাতে পারেনি তারা ভয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল পরবর্তীতে আবারো স্বধর্মে ফিরে ছিল।