কেন্দুয়ার সাজিউড়ায় ডক্টর রফিকুল ইসলাম হিলালী অভিভাবক সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে বললেন ছেলে মেয়েরা স্কুলে ঠিকমত আসা যাওয়া করে কিনা, সকাল সন্ধ্যা বই পড়তে বসে কিনা খোঁজ রাখতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদীদল বি এনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও নেত্রকেনা জেলা বিএনপির সাধারন সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম বলেছেন,ছেলেমেয়েদের মানুষের মতো মানুষ হিসেরে গড়ে তুলতে হলে,খেয়াল রাখতে হবে,তারা নিয়মিত স্কুলে আসা যাওয়া করে কিনা। সকাল সন্ধ্যা বই নিয়ে রসে কিনা তারও খোঁজ খবর রাখতে হবে।সেক্ষেত্রে মায়েদের ভূমিকা অনেক বেশী। রফিকুল ইসলাম হিলালী বলেন, আমিও গ্রামের স্কুল থেকে লেখাপড়া করেছি।সেখান থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষ করে আজকের এ অবস্থানে আছি। তিনি বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি দল থেকে আমাকে মনোনীত করে এবং যদি আপনাদের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হতে পারি তবে সাজিউড়া উচ্চবিদ্যালয় হবে কলেজ। সাজিউড়া উচ্চ বিদ্যালয় আয়োজিত অভিভাবক সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ছাত্রদলের সিনিয়রনেতা তোফায়েল আহমেদের সঞ্চালনায় ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সাফায়েত আহমেদের সার্বিক ব্যাবস্থাপনায় সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ কামরুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখেন উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি ও সাবেক শিক্ষানুরাগী সদস্য সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা। তিনি বলেন,২০০১ সালের নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মরহুম নুরুল আমীন তালুকদারের হাত ধরে সাজিউড়া উচ্চ বিদ্যালয় এমপিও ভুক্ত হয়েছিলো,এবার আগামী নির্বাচনে রফিকউল ইসলাম হিলালী এমপি নির্বাচিত হলে তাঁর হাত ধরে উচ্চ বিদ্যালয় কলেজ হবে। বিশেষ অতিথির বক্তব্যে কেন্দুযা উপজেলা বি এনপির সাধারন সম্পাদক মোঃ মজিবুর রহমান ভূঞা বলেন,বি এনপির হাত ধরেই সাজিুউড়া উচ্চবিদ্যালয়ের এমপিও ভুক্ত হয়েছে,আগামীতেও হবে। বক্তব্য রাখেন চিরাং ইউনিযন সভাপতি গোলাম মোস্তফা ভূঞা, উপজেলা মুক্তিযোদ্ধা কমানবডার নুরুল হক ভূঞা,কেন্দুয়া পৌর বিএনপির সাধারন সম্পাদক মোঁ মোয়াজ্জেম হোসেন খান,প্রেসক্লাব সম্পাদক মোঁ আব্দুল হাই সেলিম, পৌর যুবদলের সদস্যসচিব সাইফুল ইসলাম শান্তি, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রফিক। বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী প্রধান অতিথির সাথে সম্মাননা স্মারক তোলে দেন।