“বাংলাদেশ—একটি কৃষিনির্ভর দেশ। এই দেশের প্রাণশক্তি কৃষক, আর কৃষকের ঘামে সেচিত মাটিতেই গড়ে উঠছে সোনার বাংলাদেশ। সেই কৃষকের পাশে, উন্নয়ন ও সততার প্রতীক হয়ে কাজ করে যাচ্ছেন নওগাঁ-১ আসনের জননন্দিত নেতা, তিন তিন বারের সফল সংসদ সদস্য—ডা. মোঃ ছালেক চৌধুরী।”
“দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি প্রমাণ করেছেন, রাজনীতি মানেই দুর্নীতি নয়। ডা. ছালেক চৌধুরীর জীবনে কখনো দুর্নীতির দাগ পড়েনি। সততা, ন্যায়পরায়ণতা আর মানুষের প্রতি দায়িত্ববোধই তাঁকে জনগণের কাছে আস্থার প্রতীকে পরিণত করেছে।”
“তিনি এমপি ছিলেন, কিন্তু কখনো নিজের স্বার্থ দেখেননি। সবসময় আমাদের কথা ভেবেছেন।রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা—সব ক্ষেত্রেই তিনি রেখেছেন নিরলস অবদান। কিন্তু তাঁর সবচেয়ে বড় অবদান কৃষি খাতে।“গভীর নলকূপ স্থাপনের মাধ্যমে কৃষিক্ষেত্রে এসেছে বৈপ্লবিক পরিবর্তন। আগে যেখানে খরার কষ্টে কৃষক দিশেহারা হতো, এখন সেচের পানির কোনো অভাব নেই। ফসল হচ্ছে বাম্পার, মুখে ফিরেছে কৃষকের হাসি।”“ছালেক ভাইয়ের জন্যই আজ আমাদের জমিতে সেচের সমস্যা নেই। আমরা এখন নিজের পায়ে দাঁড়াতে পারছি।”ডা. ছালেক চৌধুরী জনগণের সাথে মিশছেন, কৃষকের সাথে মাঠে কথা বলছেন।“তিনি বিশ্বাস করেন—কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষক স্বাবলম্বী হলে গড়ে উঠবে প্রকৃত সোনার বাংলাদেশ। তাঁর প্রতিটি পরিকল্পনার কেন্দ্রবিন্দু হলো কৃষক, সাধারণ মানুষ ও উন্নয়ন।“আজ নওগাঁ-১ আসনের মানুষ আবারও তাঁর দিকেই তাকিয়ে আছে। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে, নতুন স্বপ্ন পূরণ করতে—তাঁরা ডা. মোঃ ছালেক চৌধুরীকেই চান আগামী দিনের পথপ্রদর্শক হিসেবে।”“আমরা চাই তিনি আবার এমপি হোন। কারণ তিনি আছেন বলেই আমরা আশায় বুক বাঁধতে পারি।”ডা. ছালেক চৌধুরী জনতার মাঝে দাঁড়িয়ে আছেন, চারপাশে কৃষক-যুবক-বৃদ্ধ-নারী—সবাই হাততালি দিচ্ছে, উল্লাস করছে।“সততার প্রতীক, উন্নয়নের রূপকার, কৃষকবান্ধব নেতা—ডা. মোঃ ছালেক চৌধুরী।তিনি শুধু নওগাঁ-১ আসনের নয়, তিনি পুরো বাংলাদেশের আগামী দিনের ভরসা।তাঁর হাত ধরেই গড়ে উঠবে প্রকৃত সোনার বাংলাদেশ।”বাংলাদেশের গণতন্ত্রে জনগণের প্রকৃত প্রতিনিধি নির্বাচিত হয় তাদের আস্থা, বিশ্বাস ও ভালোবাসার মাধ্যমে। নওগাঁ-১ আসনের তেমনি এক আস্থাভাজন নাম ডা. মোঃ ছালেক চৌধুরী। তিন তিন বার এমপি নির্বাচিত হয়ে তিনি ইতিমধ্যেই প্রমাণ করেছেন যে, জনগণ তাঁর ওপর কতটা আস্থা রাখে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী।ডা. ছালেক চৌধুরী এমন এক ব্যক্তিত্ব, যার জীবনে কখনো কোনো প্রকার দুর্নীতির ছায়া পড়েনি। সততা, ন্যায়পরায়ণতা এবং জনসেবার অঙ্গীকারই তাঁকে করেছেন আলাদা। তাঁর নেতৃত্বে নওগাঁ-১ আসনে হয়েছে অসংখ্য উন্নয়নমূলক কাজ। বিশেষ করে কৃষি উন্নয়নে গভীর নলকূপ স্থাপনের মাধ্যমে কৃষক সমাজের জীবনে এসেছে বৈপ্লবিক পরিবর্তন। ফসল ফলাতে পানির অভাব মিটেছে, উৎপাদন বেড়েছে, কৃষক হয়েছে স্বাবলম্বী।বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ। এ দেশের প্রকৃত শক্তি হলো কৃষক। তাই ডা. মোঃ ছালেক চৌধুরী বিশ্বাস করেন—কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষক স্বাবলম্বী হলে গড়ে উঠবে সত্যিকারের সোনার বাংলাদেশ। তাঁর উন্নয়ন পরিকল্পনা ও কার্যক্রমে সবসময় অগ্রাধিকার পেয়েছে কৃষক ও কৃষি।আজ নওগাঁ-১ আসনের মানুষ আবারও তাঁর নেতৃত্বে উন্নয়ন ও অগ্রগতির স্বপ্ন দেখছে।জনসেবার অঙ্গীকার, সততার মডেল, উন্নয়নের রূপকার—ডা. মোঃ ছালেক চৌধুরীই হতে পারেন আগামী দিনের ভরসা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আমরা প্রায়ই একটি দৃশ্য দেখতে পাই—কেউ একবার এমপি নির্বাচিত হলেই রাতারাতি পাল্টে যায় তার জীবনযাত্রা। সাধারণ জীবনকে পিছনে ফেলে তারা গড়ে তোলে প্রাসাদোপম বাড়ি, বিদেশে করে বিলাসবহুল ফ্ল্যাট, রাস্তায় নামে আলিসান গাড়ির বহর। জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় গিয়েও তারা ভুলে যায় সেই জনগণকে, যারা তাদেরকে ভোট দিয়ে প্রতিনিধি বানিয়েছে। অথচ এই দেশের কৃষক তখনো ঘাম ঝরায় ফসল ফলাতে, শ্রমিক তখনো দিনমজুরিতে হাড়ভাঙা পরিশ্রম করে, আর সাধারণ মানুষ তখনো দুই বেলা ভাতের নিশ্চয়তার জন্য সংগ্রাম করে।কিন্তু এই কঠিন বাস্তবতায় ব্যতিক্রমী এক নাম ডা. মোঃ ছালেক চৌধুরী। তিনবার নওগাঁ-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হলেও তাঁর জীবনযাত্রায় কোনো প্রকার পরিবর্তন আসেনি। আজও তাঁর বাড়িঘর আগের মতোই সাধারণ ও সাদামাটা। নেই কোনো প্রাসাদোপম অট্টালিকা, নেই বিদেশি গাড়ির জাঁকজমক। তিনি হাঁটেন জনগণের পথেই, মিশে থাকেন সাধারণ মানুষের সাথেই।এটাই প্রমাণ করে—ডা. ছালেক চৌধুরী নিজের জন্য রাজনীতি করেন না। তিনি রাজনীতি করেন জনগণের জন্য, কৃষকের জন্য, দেশের ভবিষ্যতের জন্য। যদি তিনি জনগণের বন্ধু না হতেন, তবে এতদিনে নিজের জন্য গড়ে তুলতে পারতেন অগণিত সম্পদ, নির্মাণ করতে পারতেন বিলাসবহুল বাড়ি, কিনতে পারতেন একের পর এক দামি গাড়ি। কিন্তু তিনি তা করেননি। কারণ তাঁর কাছে ব্যক্তিগত বিলাসিতা কোনো গুরুত্ব বহন করে না।তাঁর কাছে সবচেয়ে বড় সম্পদ হলো জনগণের ভালোবাসা, জনগণের আস্থা। তিনি বিশ্বাস করেন—মানুষের কল্যাণে কাজ করাই একজন রাজনীতিবিদের প্রধান দায়িত্ব। আর সেই দায়িত্ব তিনি পালন করে যাচ্ছেন সততার সাথে, নিষ্ঠার সাথে।
নওগাঁ-১ আসনের জনগণকে তাই এখন একটি সত্য উপলব্ধি করতে হবে—ডা. মোঃ ছালেক চৌধুরী আসলেই জনগণের প্রকৃত বন্ধু। তিনি প্রমাণ করেছেন রাজনীতি মানে শুধু ক্ষমতার দাপট নয়, রাজনীতি মানে জনগণের সেবা।আজ এই সৎ, নির্লোভ ও জনবান্ধব নেতার পাশে দাঁড়ানোই হবে নওগাঁ-১জনগণের প্রকৃত দায়িত্ব। কারণ ডা. মোঃ ছালেক চৌধুরীর মতো নেতা থাকলে জনগণের ভাগ্য বদলাবে, কৃষকের মুখে হাসি ফুটবে, আর গড়ে উঠবে সেই স্বপ্নের সোনার বাংলাদেশ।