দিনাজপুরের নবাবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
৩ সেপ্টেম্বর (বুধবার) বিকালে উপজেলা বিএনপির আয়োজনে ৭১ চত্বর থেকে এক আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ৭১ চত্বরে এসে পথসভায় মিলিত হয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন—
“দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বেই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে। নির্বাচন বানচালে যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় বিএনপি ও জনগণ ঐক্যবদ্ধ।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. তরিকুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন—
জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য নজরুল ইসলাম ফতে
সাবেক উপজেলা চেয়ারম্যান মোকবুলার রহমান গোর্কি
উপজেলা শ্রমিকদলের সভাপতি আশরাফুল ইসলাম
উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. মশিউদ দৌলা
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোক্তাদির হোসেন বকুল ও সদস্য সচিব মুক্তি মাহফুজ
সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ আল মামুন ও সদস্য সচিব আনোয়ার হোসেন
উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. রবিউল ইসলাম
এছাড়াও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, শ্রমিকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী মিছিল ও পথসভায় অংশগ্রহণ করেন।
পথসভা শেষে গনতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং আগামী দিনের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।