বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শেরপুরের নকলায় উপজেলা ও শহর বিএনপির যৌথ আয়োজনে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-শেরপুর মহাসড়ক সংলগ্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দক্ষিণ পাশের মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক খোরশেদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী ফাহিম চৌধুরী।
জেলা বিএনপির সাবেক সদস্য এনামুল হক রিপনের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন মুক্তার, মোজাম্মেল হক, মোনায়েম খাঁ, ইস্রাফিল খলিল, মোবাশ্বের আলী (টুটন) চৌধুরী, উপজেলা যুবদলের আহবায়ক শফিউল আলম পলাশ, সদস্য সচিব মুরাদুজ্জামান মাসুম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোবারক হোসেন মিন্টু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, উপজেলা কৃষক দলের আহবায়ক রফিকুল ইসলাম রফিক, পৌর কৃষক দলের আহবায়ক মনিরুজ্জামান মনির ও সদস্য সচিব নজিবুর রহমান নয়ন, ও পৌর ছাত্রদলের আহবায়ক সানোয়ার হোসেন অভি প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শুভলগ্নে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ভাবে দেশ গঠনের আহবান জানান।
আলোচনা সভার পরে র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি এবং মহিলা দলের বিভিন্ন শাখা কমিটির নেতাকর্মীসহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।