পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উদ্যোগে ০৫ সেপ্টেম্বর(শুক্রবার) অনুষ্ঠিত হলো “বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের লক্ষ্যে রাজনৈতিক কর্মশালা ও সমন্বয় সভা”। কর্মশালায় দেশের চলমান রাজনৈতিক অচলাবস্থা, বিচার বিভাগের সংকট এবং ভবিষ্যৎ সাংবিধানিক সংস্কার নিয়ে দীর্ঘ আলোচনা হয়।
সভায় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বলেন, বাংলাদেশে টেকসই গণতন্ত্র গড়ে তুলতে হলে প্রথমেই জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। তিনি মনে করেন, বিচার ব্যবস্থার শুদ্ধতা ও সাংবিধানিক সংস্কার ছাড়া কোনো জাতীয় নির্বাচন অর্থবহ হতে পারে না। তাই গণপরিষদ নির্বাচনই হবে রাষ্ট্র সংস্কারের প্রথম পদক্ষেপ।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখতে গিয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন, রাজনৈতিক অচলাবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ হলো নতুন সংবিধান প্রণয়ন। বিচার বিভাগের স্বাধীনতা এবং নাগরিক অধিকারের নিশ্চয়তা দিতে হলে গণপরিষদের মাধ্যমে জনগণকেই সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দিতে হবে।
বিশেষ আলোচক হিসেবে বোদা উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী শিশির আসাদ কঠোর ভাষায় বলেন, বিচার সংস্কার ও নতুন সংবিধান প্রণয়নের আগে দেশে কোনো জাতীয় নির্বাচন হতে পারে না। তিনি স্পষ্ট করে জানান, যদি নির্বাচন হয় তবে সেটি কেবল গণপরিষদ নির্বাচনই হবে। জনগণ অস্থায়ী সমাধানে আর বিশ্বাস করে না, তারা চায় স্থায়ী রাষ্ট্র সংস্কার।
সভায় আরও বক্তব্য রাখেন তেতুলিয়া উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মুহম্মদ হাবিবুর রহমান হাবিব, পঞ্চগড় সদর উপজেলা প্রধান সমন্বয়কারী নয়ন তানবীরুল বারী, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক ওয়াসিস আলম এবং পঞ্চগড় জেলা যুবশক্তির আহ্বায়ক আবু কায়েস। বক্তারা সবাই একমত হন যে সময় এসেছে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর। পুরনো কাঠামো ভেঙে নতুন সংবিধানের মাধ্যমে রাষ্ট্রকে পুনর্গঠন করতে হবে।
এই কর্মশালায় সাংগঠনিক কার্যক্রম জোরদার করা, ইউনিয়ন পর্যায়ে কর্মশালা আয়োজন, এবং জনগণের মতামত সংগ্রহের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।