পবিত্র রমজান মাসের জন্য বাংলাদেশ জাতীয়তা বাদী যুবদল বোদা পৌর শাখার আয়োজনে বাংলাদেশ জাতীয়তা দল কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ ফরহাদ হোসেন আজাদ মহোদয় নির্দেশনায় চলছে ২দিন ব্যাপি মসজিদ পরিস্কার করার কাজ সার্বিক সহযোগিতায় বোদা পৌর বিএনপি সাধারণ সম্পাদক মোঃ দিলরেজা ফেরদৌস চিন্ময়।
বোদা পৌর সভার নয় টি ওয়ার্ড সকল জামেমসজিদ পরিস্কার করার জন্য বোদা পৌর যুবদলের সাহসী সৈনিক সদস্য সচিব মোঃ আফছারুল ইসলাম আফছার। যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ শাহিন মজুমদার যুগ্ম আহ্বায়ক মোঃ তপুল ইসলাম, জাকির হোসেন রিপন, নরু,শাহিন, সহ যুবদলের নয় টি ওয়ার্ডের নেতা মসজিদ ধুয়ে মুছে পরিস্কার করে বলেন এই এক মাস সকল মুসলমান ভাইদের সেবায় নিয়জিত থাকবে যুবদল।